
শহরাঞ্চলের শিশুরা অনলাইনে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেও গ্রামের শিশুরা বঞ্চিত হচ্ছে। ইন্টারনেট খরচ মেটানোর সামর্থ্য নেই অনেক পরিবারের। তারচেয়েও বড় প্রতিবন্ধকতা হলো ডিভাইস কেনার সামর্থ্যও নেই অনেকের।
ফলস্বরূপ গ্রামাঞ্চলের শিশুরা ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে স্কুলে ফেরার সম্ভাবনা নেই অনেক শিশুর। কেননা, অভিভাবকরা কাজে পাঠাচ্ছে শিশুদের। মেয়ে শিশুরা শিকার হচ্ছে বাল্যবিয়ের।
আমি মনে করি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষার্থীরা ইতোমধ্যে বিপন্ন পরিস্থিতিতে পড়ে গেছে। এখনই যদি জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা ভয়াবহ করে তুলবে শিক্ষার্থীদের জীবন।
নতুন প্রজন্মকে যদি এই সংকট থেকে উদ্ধার না করা হয় তবে এটা দেশের জন্য বড় হুমকি তৈরি করবে। ইতোমধ্যে করছে বলেও মনে হয় আমার।