দেশ আমার মা

রক্ত দিয়ে কেনা এই বাংলার সাফল্য কম নয়। অন্যদের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে বাংলাদেশ।
দেশ আমার মা

৫০ বছরে বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। ১৯৭১ এর পর যুদ্ধবিধ্বস্ত দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। সামাজিক, অর্থনৈতিক, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, চিকিৎসা, কৃষি, শিল্প, সাহিত্য, শিক্ষাসহ আরো নানা খাতে এগিয়ে গেছে অনেকটা পথ। ইউনিসেফের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার এখন ৯৮ শতাংশ।

মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার কমেছে উল্লেখযোগ্যভাবে। মাথাপিছু আয় বেড়েছে অনেক। দেশজুড়ে ইন্টারনেট সেবা অনেকটাই সহজতর হয়ে গেছে এখন। ঘরে বসেই করে ফেলা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ। হাতের নাগালে চলে এসেছে স্মার্টফোন।

খেলাধুলাতেও পিছিয়ে নেই বাংলাদেশ, নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যও আশা দেখাচ্ছে ভবিষ্যৎে ভালো কিছু করার। করোনাকালে দেশের চিকিৎসকরা অসাধারণভাবে ঝুঁকি নিয়ে কাজ করে স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত। ইতিবাচক আরো বহু কিছুই আছে বাংলাদেশের। 

তবে দেশের প্রতি দায়িত্বের বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে সবকিছুর আগে দেশ। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের।  সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।

এই দেশটাকে স্বাধীন করতে নিজের  জীবন বিলিয়ে দিয়েছে লাখ লাখ মানুষ। সেই দেশটা এখন আমাদের হাতে। দেশমাতাকে দেখে রাখার দায়িত্ব আমাদেরই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com