ভালো থাকুক আমার শিক্ষক

আমি নিজেকে নিয়ে গর্ব করি, কারণ আমার প্রিয় শিক্ষক একজন আদর্শবান ব্যক্তিও। যার প্রতিটি কথা আমাকে অনুপ্রাণিত করে। 
ভালো থাকুক আমার শিক্ষক

অনেক শিক্ষকের মধ্যে একজনকে প্রিয় শিক্ষক হিসেবে বাছাই করা আসলেই কঠিন। তবে আমি বলতে চাই মালেক শেখ স্যারকে নিয়ে। তিনি শুধু আমার শিক্ষক নন। আমার একজন ভালো বন্ধু, অভিভাবক ও আদর্শ।

তিনি সিরাজগঞ্জ জেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। একজন আদর্শ শিক্ষক হতে যেসব গুণাবলী দরকার তার সবই আছে মালেক স্যারের মধ্যে। আমি ঠিক কবে বা কখন থেতে তাকে প্রিয় শিক্ষক হিসেবে ভেবে ফেলেছি সেটা জানি না।

 তার মধ্যে একটা অসাধারণ গুণ আছে। তিনি গণিতের শিক্ষক হলেও, মাধ্যমিক বিষয়গুলোর সবগুলোতেই দক্ষ। অল্পতেই বুঝে ফেলেন তার শিক্ষার্থী কেমন। কীভাবে বোঝালে পড়াটা আয়ত্ত্ব করতে পারবে তা আন্দাজ করে ফেলেন খুব সহজেই।

অন্য শিক্ষক শাসন করলে খারাপ অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু স্যার যখন শাসন করতেন তাতে খারাপ হতো না। বরং বুঝতে পারতাম তিনি আমাদের ভালোই চান।

এসএসসি পাশ করে স্কুল থেকে বিদায় নেওয়ার পর থেকে তাকে খুব মনে পড়ে। মাঝে মাঝে দেখা হয় স্যারের সাথে। এখনো আগের মতোই ভালোবাসেন। তার জন্য আমার শুভ কামনা। সবসময় ভালো থাকুক তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com