'আবারো যেতে চাই ওই পাহাড়ে' (ভিডিওসহ)

যখন করোনাভাইরাসের ভয়াল থাবা ছিল না, যখন আমরা চাইলেই ছুটে বেড়াতে পারতাম, তখন আমি পরিবারের সঙ্গে পাহাড় দেখতে গিয়েছিলাম।
'আবারো যেতে চাই ওই পাহাড়ে' (ভিডিওসহ)

পরিবারের সাথে পাহাড়ের পথে 'চান্দের গাড়িতে' চড়ার যে কী আনন্দ।

আমরা গিয়েছিলাম সাজেকে। আঁকাবাঁকা পথে ছুটছে গাড়ি আর আমিও তাকিয়ে আছি পাহাড় পানে। রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে এটাই আমার প্রথম ভ্রমণ। সাজেকের রুপটা একটু অন্যরকম। আকাশে হেলান দেওয়া পাহাড়, দিগন্ত জুড়ে সবুজ রঙ যেন অপরুপ দৃশ্য তৈরি করে রেখেছে।

সাজেকে গিয়ে দেখেছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন। সেখানে গিয়ে আমার নতুন অভিজ্ঞতা হয়।৷ বাঁশের ভেতর মুরগির মাংস রান্না প্রথম দেখেছি। এটিকে বলা হয়, ব্যাম্বু চিকেন।

আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা ছিল এটি।আবারো যেতে চাই ওই পাহাড়ে, মেঘের ভেলায় নিজেকে ভাসাতে চাই।

আমার সপ্তমবার পাহাড় দর্শন ছিল এটি। এর আগে বান্দরবান, সিলেট, কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা, সুন্দরবন ঘুরেছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com