Published: 2020-09-26 17:46:26.0 BdST Updated: 2020-09-26 17:46:26.0 BdST
পরিবারের সাথে পাহাড়ের পথে 'চান্দের গাড়িতে' চড়ার যে কী আনন্দ।
আমরা গিয়েছিলাম সাজেকে। আঁকাবাঁকা পথে ছুটছে গাড়ি আর আমিও তাকিয়ে আছি পাহাড় পানে। রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে এটাই আমার প্রথম ভ্রমণ। সাজেকের রুপটা একটু অন্যরকম। আকাশে হেলান দেওয়া পাহাড়, দিগন্ত জুড়ে সবুজ রঙ যেন অপরুপ দৃশ্য তৈরি করে রেখেছে।
সাজেকে গিয়ে দেখেছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন। সেখানে গিয়ে আমার নতুন অভিজ্ঞতা হয়।৷ বাঁশের ভেতর মুরগির মাংস রান্না প্রথম দেখেছি। এটিকে বলা হয়, ব্যাম্বু চিকেন।
আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা ছিল এটি।আবারো যেতে চাই ওই পাহাড়ে, মেঘের ভেলায় নিজেকে ভাসাতে চাই।
আমার সপ্তমবার পাহাড় দর্শন ছিল এটি। এর আগে বান্দরবান, সিলেট, কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা, সুন্দরবন ঘুরেছি।
কানামাছি ভোঁ ভোঁ (ভিডিওসহ)
‘কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছো’-এই লাইনটি জানে না এমন কোনো বাঙালি শিশু হয়ত খুঁজে পাওয়া যাবে না।
নারীরা চালান যে 'ফিলিং স্টেশন' (ভিডিওসহ)
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত প্লানা ফিলিং স্টেশনটিকে ভিন্নধর্মী বলার কারণ এখানকার কর্মীরা। এই ফিলিং স্টেশনের ডে শিফটে কাজ করা সকলেই নারী।
ভূল নাকি ভুল?
বাংলা বানানে প্রায়ই ভুলের ছড়াছড়ি দেখা যায়। ভুল বানানকেই ভুল করে আমরা লিখি ভূল। একটি সুন্দর লেখাকে ম্লান করে দিতে একটি ভুল বানানই যথেষ্ট।