সবুজ পৃথিবী গড়তে চাই (ভিডিওসহ)

মহামারির এই পরিস্থিতিতে আমি অবসর সময় নানা রকম কারুকাজ করে থাকি। খালি প্লাস্টিকের বোতল থেকে আমি গাছের টব তৈরি করেছি।
সবুজ পৃথিবী গড়তে চাই (ভিডিওসহ)

এটা শুধু প্লাস্টিকের উপাদান থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে না সেই সাথে আমাদের গাছগুলো বেড়ে ওঠতে সাহায্য করে।

  

আমি চাই সকলেই তার অবসর সময়ে এমন কিছু উদ্যোগ নেবে যা আমাদের পৃথিবীকে আরও সবুজ করে তুলতে সাহায্য করবে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে সবুজ পৃথিবীর দায়িত্ব আমাদেরই হাতে।

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com