`আমি জন্মেছি বাবার হৃদয় থেকে'

প্রথম যেদিন বসতে শিখেছি, সেদিন বাবা নাকি তার কাঁধে বসিয়েছিলেন আমাকে।
`আমি জন্মেছি বাবার হৃদয় থেকে'

এরপর ধীরে ধীরে বাবার বুক আমার বসার জায়গা হয়ে ওঠে। এই মানুষটার হাত ধরেই প্রথম স্কুলে গিয়েছিলাম।

জীবনটা জুড়েই তো বাবা। দুঃখ, কষ্ট, আনন্দের প্রতিটা মুহুর্তে তাকেই পাশে পেয়েছি। আমার কাছে আমার বাবা পৃথিবীর সেরা।

বিল গেটস তার আয়ের ১০ ভাগ, ,২০ ভাগ কিংবা ৯০ ভাগই তার সন্তানের জন্য খরচ করে। কিন্তু আমার বাবা তার আয়ের ১০০ ভাগই খরচ করেন তার সন্তানের জন্য। বাবার সবকিছু ঘিরে শুধুই আমি।

বাবা বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী। যতটুকু আরাম আয়েশ করা যায় সেটা করে নেওয়া উচিত। আমার মাঝে মাঝে মনে হয় আমি জন্মেছি বাবার হৃদয় থেকে।

ছোটবেলা থেকে আজ অব্দি আমার কোনো শখ-আহ্লাদ বাবা অপূর্ণ রাখেননি। আমার আবদার পূরণে প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করেন।

বাবা প্রতি পদক্ষেপে আমাকে শেখান। কাউকে কষ্ট দিও না, কারো উপকার না করতে পারলেও ক্ষতি কর না। এগুলো বাবা নিয়মিতই বলেন।

বাবা যখন যা করতে বলেন তখন তাই করার চেষ্টা করি। আমি চাই বাবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হোক। সবসময় প্রার্থনা করি আমার বাবা যেন দীর্ঘজীবী হয়। কোনো কষ্ট যেন তাকে ছুঁতে না পারে।

তুমি কি জান, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হ্যালো শুধুই শিশুদের কথা বলে? বয়স যদি ১৮’র কম হয়, তাহলে তুমিও হতে পার শিশু সাংবাদিক! তাহলে আর কী, নিজের তৈরি প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ভ্রমণকাহিনী, জীবনের স্মরণীয় ঘটনা, আঁকা ও তোলা ছবি, বুক বা সিনেমা রিভিউ পাঠাতে পার আমাদের কাছে। লিখতে পার প্রিয় সাহিত্যিক ও ব্যক্তিত্বকে নিয়েও। এমনকি নিজের কথা লিখতেও নেই কোনো মানা।

লেখা ও ভিডিও পাঠানোর ঠিকানা [email protected]। সঙ্গে নিজের নাম, ফোন নম্বর, জেলার নাম ও ছবি দিতে ভুলবে না কিন্তু। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো reg.hello.bdnews24.com

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com