কলেজ, বন্ধু, ফুচকাওয়ালা মামারা কেমন আছে?

কেমন আছে আমার প্রিয় বিদ্যাপীঠ? আমার বন্ধুরা কি ভালো আছে? সারাদিনই আমার মনের মাঝে এ প্রশ্নগুলো উঁকি দেয়। 
কলেজ, বন্ধু, ফুচকাওয়ালা মামারা কেমন আছে?

আমার জানতে ইচ্ছে করে আমার বেঞ্চটা ধুলোয় ভরে গেছে কিনা। আমাদের সুপরিচিত ফুচকাওয়ালা মামার কি খবর? তিনি সুস্থ আছেন তো? 

ইচ্ছে করে একদিন গিয়ে সবার খোঁজ নিয়ে আসি। সকালে কলেজের বাস ধরার জন্য দৌড় দেই। মিসের ডাকে সাড়া দিয়ে 'ইয়েস ম্যাম' বলে উঠি। জানি না এ ইচ্ছা আরও কতদিন পর পূরণ হবে?

দিনের সাত-আট ঘণ্টা ক্যাম্পাসেই কাটাই। বাবা-মায়ের চাইতেও বন্ধুদের সাথে আমার বেশি সময় কাটানো হয়। তাই বন্ধুরা আমার কাছে অনেক বেশি আপন। এখন আর প্রিয় বন্ধুর জন্য অপেক্ষা করা হয় না। 

সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিক্ষায় আছি। সেই চিরচেনা ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠার তীব্র ইচ্ছেটা দ্রুত পূরণ হোক। 

আমার প্রিয় ক্যাম্পাসটাও কি আমার অপেক্ষায় আছে? হয়তো আছে। আমার ক্যাম্পাস, আমার ফুচকাওয়াল মামা, আমার বন্ধুরা, আমার শিক্ষকরা- সবাই ভালো থাকুক।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com