'কবিতা নিয়ে সময় কাটে' (ভিডিওসহ)

স্কুলে যেতে হয় না এখন। তাই পড়াশোনার পরও অনেকটা সময় থেকে যায় হাতে। চেষ্টা করছি নতুন কিছু করার। আমার আগ্রহ কবিতার প্রতি। নিজেই কবিতা লেখার চেষ্টা করছি এবং তা আবৃত্তিও করছি।
'কবিতা নিয়ে সময় কাটে' (ভিডিওসহ)

আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। কবিতার প্রতি অন্যরকম এক টান কাজ করে। তবে যখন যেটাতে আগ্রহ পাই সেটা নিয়েই ব্যস্ত থাকি।

মাঝে মাঝে গান গাই, নাচ করি, গল্পও লিখি। বন্দি সময়টাতে বসে থাকলে একঘেয়েমি চলে আসে। নতুন কিছু করলে বা নিজেকে ব্যস্ত রাখলে এমনটা লাগে না। বেশ উপভোগ্য হয়ে ওঠে নিজের সময়টা।

দীর্ঘ এই অবসরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছোট গল্প পড়লাম। পড়তে পড়তে আগ্রহ জাগল যে, কবিতা আবৃত্তি করব, কবিতা লিখব।

একদিন কয়েকটা লাইন লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করলাম। তারপর বন্ধুরা অনেক প্রশংসা করল, উৎসাহ দিল। এতে আমার আগ্রহ আরও বেড়ে গেছে।

তারপর থেকে চেষ্টা করছি, ভালোভাবে কবিতা লেখার ও আবৃত্তি করার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com