শুভ বাবা দিবস

জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে এই দিনটি পালিত হচ্ছে।
শুভ বাবা দিবস

প্রতিটা সন্তান তার বাবাকে কতটা ভালোবাসে তা একমাত্র সে নিজেই বলতে পারবে।

ভারতচন্দ্র রায়গুণাকর তার কাব্যে লিখেছেন, "আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে।"

এই একটি লাইনে অনেক কথাই ফুটে উঠে। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকে বাবা তার সন্তানকে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেন ভালো রাখার। নিজে না খেয়ে সন্তানের মুখে বাবা খাবার তুলে দেন। প্রত্যেক বাবাই প্রার্থনা করেন তার সন্তান যেন দুধে ভাতে থাকে।

কিন্তু অনেক সন্তানই বড় হয়ে বাবার উপর নির্যাতন করে। সন্তানরা ভুলে যায় বাবার মর্ম। বাবার মর্ম তখনই বোধ হয় বোঝা যায় যখন বাবা থাকেন না। বাবা প্রত্যেক সন্তানের ছায়া তা সন্তানরা বুঝতে পারে বাবা চলে যাওয়ার পর।

শুধু বাবা দিবসে বাবাকে ভালোবাসা শ্রদ্ধা করা যাবে আর অন্যদিন করতে হবে না, তেমন নয়। বছরের ৩৬৫ দিনই বাবাকে ভালোবাসা উচিত, শ্রদ্ধা করা উচিত।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com