প্রতিনিধিত্বশীল ছবি
আমার কথা
'আমরা জিপিএ পাঁচ উৎপাদন যন্ত্র নই'
প্রতিবার পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর জিপিএ পাঁচ বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
জিপিএ পাঁচ না পাওয়ায় অনেক অভিভাবক তার সন্তানকে মানসিক চাপ দেন। অনেকে আবার না বুঝেই এই চাপ সইতে না পেরে ঘটিয়ে ফেলে দুর্ঘটনা।
ভালো ফলাফল অবশ্যই একটা অর্জন। কেউ ভালো ফলাফল করলে তাকে স্বাগত জানানো উচিত। তবে কেউ ব্যর্থ হলে তাকে অসমর্থন করা যাবে না। তাকে আরও বেশি উৎসাহ দিতে হবে।
প্রতিটি মানুষই ভালো একটা ফল প্রত্যাশা করে, চেষ্টাও করে থাকে। কারো হয়ত বেশি চেষ্টা থাকে, কারো হয়ত কম। তাই তাকে গালমন্দ করলে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক।
অভিভাবকদের বুঝতে হবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষা দিতে হবে সন্তানকে। তাকে জিপিএ পাঁচের উৎপাদনের যন্ত্র ভাবলে চলবে না।
জিপিএ পাঁচ পেলেই সবাই মানুষ হিসেবে গড়ে উঠে না। তাকে দিতে হবে মানবিক হওয়ার শিক্ষা, বড় হওয়ার শিক্ষা।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ফেনী।