গোমড়ামুখো ঈদ

ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদটা সবার কাছে ব্যতিক্রম।
গোমড়ামুখো ঈদ

ঈদে হৃদ্যতা এখন যেন দূরের কোনো আলো। কারও চোখে মুখেই বিগত বছরগুলোর মতো ঈদের আমেজ দেখিনি। ছোট বড় সবগুলো মুখে যেন জমাট বেঁধেছে মেঘ। 

করোনা নামের এক শত্রুর বাধায় এলোমেলো হয়ে গেছে দৈনন্দিন জীবন, উৎসব।

করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা দিন  দিন বাড়ছে তাই সকলের মনটা বিষণ্ণতায় ভরা।

তবে মনে এক অজানা ভয় নিয়েও হাসিমুখে ঈদ কাটানোর চেষ্টা সবার ছিল। তাইতো সকলের সাথে ফোন কলে কথা বলেছি, দূর থেকেই ঈদ আনন্দ উপভোগ করেছি। 

ঈদের দিনে নামাজ শেষে কোলাকুলি করা, হাত মেলান উৎসবের অংশ। তবে করোনা মহামারির কারণে সকলে এক নতুন ঈদের সাথে পরিচিত হলো। ঈদের নামাজ শেষে কোলাকুলি, হাত না মিলিয়ে যে যার বাড়ি চলে গেছে। 

আমি আগে শুধু বাবাকেই সব সময় পুরনো জামা দিয়ে ঈদ কাটাতে দেখেছি। শুধু আমার বাবা নন, সব বাবাকেই তাই করতে দেখেছি। কিন্তু এবার আমরা সবাই পুরাতন জামাতেই ঈদ করেছি। 

তবে আমি মায়ের শাড়ি পরে ঈদের আনন্দ খুঁজে পেয়েছি। ঘরে অতিথিদের আগমন নেই, আমরাও কোথাও যাইনি। 

প্রত্যেকবার ঈদে মায়ের বিশাল আয়োজন থাকে। তবে এই ঈদে ছিল না কোনো আয়োজন। ঈদ সালামি তো ঈদের অংশ। তবে এবার সালামিও পাইনি তেমন।

ঈদের রঙ নেই কারও মনে। এক ভাইরাস এসে আমাদের সবাইকে সবার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। এমন ঈদ আর চাই না, চাই না! 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com