কড়া নাড়ছে অন্যরকম ঈদ

বিশ্ব যখন করোনাভাইরাসের ভয়াল থাবায় ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে ইসলাম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
কড়া নাড়ছে অন্যরকম ঈদ

প্রতি বছরই ঈদ নিয়ে আসে অনাবিল আনন্দ আর খুশির জোয়ার। কিন্তু এই বছরের ঈদ অন্য বছরের তুলনায় একদম অন্যরকম হয়ে দুয়ারে এল। যেখানে আনন্দের পরিবর্তে বিষাদে ভরা মানুষের হৃদয়।

পৃথিবী হয়ে গেছে মৃত্যুপুরী। তিন লাখের বেশি মানুষ মারা গেছে এই করোনাভাইরাসে। এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে তাও আন্দাজের বাইরে।

মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য আবদ্ধ থাকছে। মানুষ থেকে মানুষ দূরে থাকছে। মানুষের শত্রু যেন মানুষই এখন। বাহক হয়ে আক্রান্ত করছে আরেকজনকে।

ঈদ যেহেতু উৎসব, এই দিনে সবাই একত্রিত হয়। ভাই-বোন, স্বজন, প্রতিবেশি সবার মিলন মেলা বসে। কিন্তু এবার তা করা যাবে না। হবে না বন্ধুদের সাথে হই-হুল্লোড় করে ঘুরে বেড়ানো, হবে না নতুন জামা পরা।

নিজেকে বাঁচিয়ে রাখাটা সবার আগে কর্তব্য। বেঁচে থাকলে কত উৎসব জীবনকে রাঙিয়ে যাবে। তাই এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।

অনেক মানুষ আছে যাদের কাছে এক বেলা খাবার পাওয়াটাই ঈদের আনন্দ, তাদের মুখে খাবার তুলে দিয়ে আমরা ঈদটা কাটাতে পারি। বিলাসী ঈদ আমরা পরিহার করতে পারি। অন্যের মুখে হাসি ফোটানোর মতো আনন্দ তো আর কিছুই হতে পারে না।

দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রেখে কেটে যাক এবারের উৎসব। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মনে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com