শিশু কেন কাজ করবে?

একটি দেশের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সে দেশ তত বেশি উন্নত হবে। একটি জাতির বা দেশের উন্নতির জন্য শিশুশ্রম একটি বিরাট বাধা।
শিশু কেন কাজ করবে?

দেশ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশুশ্রম বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুশ্রম বন্ধ হলে, প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পেলে আমাদের দেশ উন্নত হবে।

কিন্তু শিশুরা কেন কাজে যায়, কেন স্কুলে যায় না? এই খবর কি কখনও রেখেছেন? আমার বয়সী একটি শিশু শুধুমাত্র নিজের খাবারের খরচ যোগাতে কাজ করতে যায়। তাহলে সে পড়বে কখন?

যাদের দুই বেলা খাবারের সংস্থান নাই তারা স্কুলে যাবেই বা কীভাবে? পেটে ক্ষুধা রেখে তো পড়ালেখা করা যায় না!

সরকার এখন এসব শিশুদের বিদ্যালয়মূখী করতে বিনামূল্যে বই, মিড ডে মিল ও অনেক আগে থেকেই উপবৃত্তি চালু করেছে। অনেক বেসরকারি সংস্থাও কাজ করছে শিশুদের নিয়ে। তবুও অনেক শিশুকেই কাজ করতে দেখি, এখনও অনেক শিশুই শিক্ষা বঞ্চিত হচ্ছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com