Published: 2019-11-24 01:14:17.0 BdST Updated: 2019-11-24 01:14:17.0 BdST
কল্পনার সেই ছবিতে একটা শিশু তার বাবা-মায়ের হাত ধরে পার্কে বা মেলায় ঘুরে বেড়ায়, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় অথবা ছোটাছুটি করে খেলে বেড়ায়। কিন্তু কল্পনার স্মৃতিটাই যেন সব নয়।
এই রঙিন স্মৃতিগুলোরই রয়েছে একটা একটা উল্টা পিঠ। একটি শিশু যখন বাবা-মায়ের হাত ধরে ঘুরে বেড়ায় তখন অন্য একটি শিশু কারখানা বা ইটের ভাটায় কাজ করে।একজনের চোখে যখন রঙিন স্বপ্ন ঠিক অন্যজনের চোখে বেঁচে থাকার তাগিদ।
কখনো স্কুলেও যাওয়া হয়ে উঠে না অনেকের। শুধু তাই নয়, সুন্দর একটা থাকার পরিবেশও তারা পায় না। যেখানে তারা যাপন করে জীবন সেখানে হয়ত শেখে চুরি, ডাকাতি, ছিনতাই আর মাদকসেবনের মতো ভয়াবহ সব জিনিস।
শিশুদের কেউ কেউ মাদকদ্রব্য পাচারের কাজেও ব্যবহৃত হয়। না বুঝে বা আর্থিক কারণে শিশুরা এসব কাজের সাথে লিপ্ত হয়। এভাবে জীবনটাকে আরও অনিশ্চিত গন্তব্যে নিয়ে যায়।
কারো রঙিন দিনগুলো ফ্যাকাসে হতে শুরু করে, কারো ফ্যাকাসে দিনগুলো গভীর অন্ধকারের দিকে যেতে থাকে। এসব শিশু-কিশোরদের জীবন রঙিন নয় বরং তারা থাকে এক ধূসর পৃথিবীতে।
আমাদের একটু সচেতনতা, একটু দায়িত্ববোধ থেকে তাদের সাহায্যে এগিয়ে গেলে হয়ত শিশুদের জীবনটা ধূসর হবে না। শিশুদের জন্য প্রতিটা দিনই হোক রূপকথার সুন্দর। প্রতিটা দিবসই হয়ে উঠুক শিশুদের জন্য।
শিশুরা শিখছে ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য (ভিডিওসহ)
যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন ব্র্যাক স্কুলে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে।
বীরশ্রেষ্ঠদের জানি: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (পর্ব- ৩)
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি 'মোবারক লজ' এ জন্মগ্রহণ করেন।
বাল্যবিয়ে বন্ধ করা দুই ‘সুপারম্যান’ (ভিডিওসহ)
রাজধানীর মিরপুর ১১ এর বিভিন্ন বস্তির বাল্যবিয়ে ঠেকিয়ে চলেছেন খোরশেদ আলম এবং শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তি। সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির হয়ে কাজ করছেন তারা।