সুন্দর হোক শিশুর পথচলা

শিশুরা আজকে কেমন আছে এর ওপর নির্ভর করে কালকে আমার দেশ কেমন থাকবে। শিশুরাই দেশ গঠনের কারিগর।
সুন্দর হোক শিশুর পথচলা

শিশুদের মধ্যে থাকে এক সুপ্ত শক্তি। তারাই আগামীর দেশ গঠনের অংশীদার। আর আজ সেই শিশুর প্রতি অত্যাচার, সহিংসতা, হত্যার ঘটনা ঘটছেই। অভিভাবকরা সবসময়ই শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকছেন।

একটি শিশু যখন জন্ম নেয় তখন থাকে চারা। পিতা-মাতা, পরিবার তার জন্য সার, পানি হয়ে পরিচর্যা করে থাকেন। এক সময় চারাটি গাছে রূপান্তরিত হয়। সেই গাছে আসে কলি, ফোটে ফুল। কিন্তু ফুলটি ফোটার আগেই কলি থেকে ভেঙে ফেলা হচ্ছে।

সব সমস্যার মূলেই রয়েছে আমাদের দরিদ্রতা। হ্যাঁ আজ আমরা উন্নয়নশীল একটি দেশ। শিশুদেরও দরকার ব্যাপক উন্নয়ন। আমরা যখন স্কুল-কলেজে পড়াশোনা করছি তখন কত শিশু রাস্তায় বসে আর্তনাদ করছে। কাঁধে তুলে নিয়েছে সংসারের বোঝা, সইছে কত অত্যাচার, ভাসমান হিসেবে রাত কাটাচ্ছে রাস্তায় কিংবা স্টেশনে।

শুনেছি বিভিন্ন উন্নত রাষ্ট্রে শিশুদের লেখাপড়ার জন্য কত সুবিধা, ছুটির সময় কাজের সুযোগ থাকে, শিক্ষার্থীদের ভাতার ব্যবস্থা করে থাকে, বীমার সুযোগ করে থাকে। এগুলো শুনলে আমাদেরও পেতে ইচ্ছে হয়। আমাদের শিক্ষাক্ষেত্রে কবে এই সুযোগগুলো তৈরি হবে তার উত্তর জানা নেই।

শিশুদের জন্য অনেক সুযোগ সুবিধা চাই। শিশুদের জন্য সুন্দর পরিবেশ চাই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com