সবার আগে ভালো মানুষ হতে হবে

আমাদের বাবা মা,আত্মীয় স্বজন সবাই চায় ছেলে বা মেয়ে চিকিৎসক, প্রকৌশলী হবে অথবা সরকারি চাকরি করুক।
সবার আগে ভালো মানুষ হতে হবে

আচ্ছা পরিবার কি চায় সন্তান সবার আগে ভালো মানুষ হোক? 

আমাদের দেশের দুইদিন পর পরেই ভিন্ন ইস্যু সামনে আসে। যা মনকে ভেঙে চুরমার করে দেয়।

চলমান নানা অস্থিরতা এদেশে ভালো ভেবে বেঁচে থাকার স্বপ্নকে দুশ্চিন্তায় পরিণত করে। দেশের এই অবস্থায় চিৎকার করে কান্না আসে। রাস্তায় বের হতে ভয় হয়। নিরাপদে ঘরে ফিরব তো? 

প্রতিদিন পত্রিকা বা টেলিভিশনে দেখি সর্বোচ্চ পদ থেকে শুরু করে ওষুধ বিক্রেতা, রেস্টুরেন্ট, মুদি দোকানী সবাই যে যেভাবে পারছে দুর্নীতি করে যাচ্ছে। আচ্ছা তারা কি শুধুই দুর্নীতি করা শিখেছে? তাহলে আমরা তরুণরা রাষ্ট্রের কাছে কী শিখব।

একজন শিক্ষক যখন ছাত্রীকে পাশবিক নির্যাতন করে, তখন প্রশ্ন ওঠে শিক্ষার মূল্য কোথায়? তাই আমার মাঝে মাঝে মনে হয়

আমার এক সহকর্মীর কাছে শুনেছি তার বাবা তাকে বলেছে ছেলে বা মেয়ে হোক, ভালো রেজাল্ট বড় কথা নয়, একজন প্রকৃত মানুষ হওয়াই হলো বড় কথা। 

এদেশে ভালো মানুষের খুব অভাব। দেশে অনেকে শিক্ষিত, মেধাবী আছে হয়তো কিন্তু তাদের মধ্যে ভালো মানুষ কয়জন?

সবার মতো আমিও উচ্চ শিক্ষার স্বপ্ন দেখি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে আড্ডা দেবার স্বপ্ন দেখি। কিন্তু কিছু 

কালো থাবার জন্য ভয় হয়। একোন দেশে বাস করি, যেখানে ক্যাম্পাসে পিটিয়ে মেরে ফেলা হয়? দেশের স্বার্থে কথা বললে খুন হতে হয়?

সবার আগে স্বপ্ন হোক ভালো মানুষ হওয়ার। এসো, ভালোবেসে এদেশের জন্য কাজ করি। ভালো মানুষই পারে দেশকে ভালো রাখতে, স্বার্থহীনভাবে কাজ করতে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com