আমি কে?

মানুষের বয়স আদতে দুই প্রকার। এক প্রকৃত বয়স এবং দুই মানসিক বয়স।
আমি কে?

আমাদের সবার বোঝার ক্ষমতা হয় মূলত মানসিক বয়স বাড়লে। এসময় আমরা সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হই। এই বয়সে আমাদের মাঝে একটা ভাবনা চলে আসে যে আমি কে? আসলেই তো আমি কে! সমাজের ভাষায় "আমি কে" এর উত্তর অনেক সহজ। কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে "আমি কে" এর উত্তর দেওয়া অনেক কঠিন। তবে আমার কাছে মনে হয় আমি হলাম সেই ব্যক্তি যে নিজের ব্যক্তিত্বে বড় হচ্ছি।

আমাদের বয়সের সাথে আমাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ব্যক্তিত্ব কখনো হুট করে আসে না, এটি তৈরি করে নিতে হয়। আমাদের সামাজিকতা, বিবেচনাবোধ, ব্যক্তিত্ব, নৈতিকতা এগুলোর তখনই প্রকাশ ঘটবে যখন আমরা একজন ভালো এবং নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠব। আর তখনই আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবো "আমি কে"।

আমরা তখন একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবো যখন ভাববো আমি আসলে কে?

একটা সময় এসে মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অনেক প্রয়োজন। নাহলে আমাদের মাঝে পশুত্ব দেখা দেয়। যা বুয়েট শিক্ষার্থী  আবরার হত্যা ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। শুধুমাত্র মেধাবী হলে হবে না, নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই একটা প্রশ্নের উত্তর বের করতে হবে। আর সেটি হলো " আমি কে"?

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com