শিক্ষকের চোখে পৃথিবী দেখি

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার প্রিয় শিক্ষকদের। যারা নিজ হাতে আমাকে বিকশিত করেছেন।
শিক্ষকের চোখে পৃথিবী দেখি

আমরা শিক্ষকদের কাছ থেকে শিখি আদর্শ, সততা, নিষ্ঠা, শ্রদ্ধাবোধ আর শিষ্টাচার। আমি শিক্ষকদের ভালোবাসি যতটা, ততটা লিখে প্রকাশ করতে পারবো না। তবে আমি সব সময়ই শিখি, আর যাদের থেকে শিখি, যারা আমাকে শেখান তাদের আমি শিক্ষক বলে মনে করি। 

আমার বর্ণমালার গুরু আমার মামা আব্দুর রাহমান। আর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ জীবনে ও যাদের ভালোবাসায় আর আদর্শের শিক্ষা পাই তাদের আমি সবচেয়ে বেশি ভালবাসি। 

আমার প্রিয় শিক্ষকদের তালিকায় অনেক আছেন। সেসকল শিক্ষকদের জানাই গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। 

আমার মনে হয় শিক্ষকতা একটি ব্রত, পেশা নয়। হৃদয়ের গভীরে জ্বালিয়ে রাখা আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানান প্রিয় ছাত্রদের। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিককালে এক শ্রেণির শিক্ষক সেই পবিত্র ধর্ম থেকে বিচ্যুত।অনেকেই নেমেছেন শিক্ষাকে ব্যবসায় রূপ দেওয়ার দৌড়ে।

কিন্তু এখনও যারা শিক্ষকতার মহান ব্রতকে লালন করছেন, জাতিকে শিক্ষিত করতে অক্লান্ত শ্রম দিচ্ছেন তাদের জানাই শ্রদ্ধা আর ভালোবাসা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com