শিশুর কাঁধেই সংসারের বোঝা (ভিডিওসহ)

‘সবজি পাকোড়া পাঁচ আর মাংসপুলি দশ’- এই কথাটা কানে আসতেই পেছনে তাকিয়ে দেখি এক শিশু পিঠা বিক্রি করছে।
শিশুর কাঁধেই সংসারের বোঝা (ভিডিওসহ)

কদিন আগে বিকেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এভাবেই এক ক্রেতার সাথে কথা বলছিল পিঠা ব্যবসায়ী শিশু মো. কাওসার।

পরিবারের বড় ছেলে হওয়ায় মাত্র সতের বছর বয়সেই কাঁধে তুলে নিয়েছে পুরো সংসারের বোঝা।

বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বিরুনী হলের সামনে নানা রকমের পিঠা বিক্রি করে ও।

তিন ভাই দুই বোনের মধ্যে কাওসার বড়। নিজের কাঁধেই তুলে নিয়েছে সংসারের বোঝা। আর্থিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণির পর আর পড়া হয়ে ওঠেনি তার। কিন্তু নিজে ব্যবসা করে পড়াচ্ছে ভাই বোনদের। স্বপ্ন দেখেন তারা পড়াশোনা করে একদিন চাকরি করবে।

পিঠা ব্যবসা করে প্রতিদিন পাঁচশ টাকার মতো লাভ হয় বলে জানায় কাওসার।

পিঠা ব্যবসার পাশাপাশি কাওসার আখের ব্যবসাও করে। কাওসার বলে, আমি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আখের ব্যবসা করি। আর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পিঠার ব্যবসা করি।”

তার এ পিঠা ব্যবসার কাজে তাকে বাবা মা দুজনই সাহয্য করেন। মা বানান পিঠা। আর বন্ধুদের নিয়ে পিঠা বিক্রি করে কাওসার।

কাওসারের বলেন, “আমার সংসারে এখন অভাব অনটন। আমার বড় ছেলেই সাহায্য করতেছে। ওর উপরেই ভরসা করতেছি এখন।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com