আমার স্যার আমার প্রেরণা

অনুপ্রেরণা দেবার মানুষ আমার জীবনে খুবই কম। অথচ অনুপ্রেরণা মানুষকে শক্তি দেয়, স্বপ্ন দেখায়, এগিয়ে নিয়ে যায়। এক মানুষের কথা বলব যার প্রভাব আমার এই ছোট্ট জীবনে প্রবল।
আমার স্যার আমার প্রেরণা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পড়ছি চার বছর ধরে।  কর্নেল (অব.) নুরন্ নবী এটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা।

এই স্কুল পরিবারের প্রতি অন্যরকম এক ভালোবাসা কাজ করে। কেননা এই প্রতিষ্ঠান আমাকে নানাভাবে বদলে দিতে সাহায্য করেছে।

আর তা সম্ভব হয়েছে এ প্রতিষ্ঠানের সান্নিধ্যে। লেখালেখিতে আমার তেমন অভিজ্ঞতা নেই। ছোটবেলা থেকে ডায়েরি লেখায় অবশ্য প্রবল আগ্রহ। সৃজনশীল কাজ আমার খুব ভালো লাগে। আমার পরিবার থেকে এর জন্য তেমন উৎসাহ পাই নাই। কিন্তু নুরন্ নবী স্যার সবসময় আমাকে প্রশংসা করেন, লিখতে বলেন, এগিয়ে যেতে বলেন। তাই স্যার আমার প্রথম পছন্দ।

শুধু তাই নয়, স্যার নিয়মিত মেয়েদের পড়াশোনার গুরুত্ব নিয়ে কথা বলেন।

স্কুলের অ্যাসেম্বলিতে তিনি প্রায়ই বলেন, “পড়াশোনা জীবনে বেঁচে থাকার খুঁটির মত। বাবা ছোট থেকে বড় করেন কিন্তু পড়াশোনা না করলে সেই বাবা একদিন বোঝা মনে করে দ্রুত অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টায় থাকেন। আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলে হয়ত মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেন না। নিজেরাই নির্ধারণ করে ফেলেন সবকিছু।

“নিজে প্রতিষ্ঠিত হলে বিয়ের পরও স্বামীর ওপর নির্ভর করতে হবে না।”

স্যারের এই কথাগুলো আমাকে ভীষণ নাড়া দেয়। মেয়ে হিসেবে তখনই মনের মধ্যে আরও শক্তি সঞ্চার করতে পারি, সাহস পাই, নিজেকে নতুন ভাবে গোছাতে চেষ্টা করি। তার তাগিদ দেখে নিজেকে নিজে বড় হওয়ার তাগিদ দিতে থাকি।

একটা মানুষ এত স্বপ্নবাজ আর পরিশ্রমী হতে পারে তা আমি কল্পনা করতেও পারিনি। তাই তাকে দেখে আমি উৎসাহ পাই।

স্যারের মুখে শুনেছি মাইলস্টোন প্রতিষ্ঠার গল্প। কতটা ত্যাগ রয়েছে এর পেছনে এটি শুনলে যে কেউই নতুন কিছু করার স্বপ্ন দেখবে।

অ্যাসেম্বলিতে স্যারের উপস্থিতি মানে এটি সমাবেশ নয়, তথ্য ও পরামর্শের সন্নিবেশ। স্যারের কিছু কিছু কথা আমি ভুলতে পারি না।

তিনি বলেন, ‘জীবনকে উপভোগ করার অনেক সময় আছে। এখন সাফল্যের বীজ বপনের সময়।’

তিনি শেখান-শিশু হিসেবে আমাদের অধিকার কী, আমাদের কর্তব্য কী, মেয়েদের কীভাবে এগিয়ে যেতে হবে।

কাঙ্ক্ষিত লক্ষ্য ভেদের আগে থেমে না যাওয়া সংকল্পও শেখান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com