বাবা ভালো থেকো প্রবাসে

আমি বলি বাবা এক ঐশ্বর্যের নাম।  সহস্র আবেগ, শ্রদ্ধা, ভালোবাসার মিশেল হলো বাবা।
বাবা ভালো থেকো প্রবাসে

যার জন্যে এই পৃথিবীর আলো দেখা তার প্রতি ভক্তি আর ভালোবাসার পরিমাণ কম হলে চলে কি?

একজন বাবা শিল্পপতি হতে পারেন আবার হতে পারেন দিনমজুরও। সে যাই হোন না কেন এতে তার পরিচয় ছোট হয়ে যায় না।

আমার বাবা একজন প্রবাসী। বছর চারেক পরে একবার দেশে  আসেন। এসে নানান ঝামেলায় সময় পার করেন।

পরিবারের একমাত্র ছেলে আমি। চার ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। বাবার ভালোবাসার কমতি নেই আমার প্রতি। তবে তার প্রচণ্ড শাসন ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমাকে।

এইতো ৬ জুন যখন সকালে বাবাকে বিদায় দিলাম বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এখনো বাবার জন্য হৃদয়ে শূন্যতা অনুভব করি।

বাবা রেমিট্যান্স যুদ্ধ করতে চলে গেলেন। কেন গেলেন? আমাকে জীবন যুদ্ধে এগিয়ে দেওয়ার জন্য গেলেন।

বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসেন। আমি জানি না কতটুকু ভালোবাসি বা বাসতে পারি। তবে বাবার ভালোবাসার কমতি নেই। আমাকে ঘিরে তার স্বপ্নগুলোকে নিয়ে তার ভেবে চলার অবসান নেই।

জীবন চলার পথে বাবার স্বপ্নগুলো সত্যি করার জন্য হলেও নিজেকে কর্মৎ আদর্শ সফল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com