মা, মাতৃভূমি ও মাতৃভাষা

মা, মাটি ও মাতৃভাষা একই সূত্রে গাঁথা। এ যেন আবেগ, এ যেন ভালোবাসা।
মা, মাতৃভূমি ও মাতৃভাষা

পৃথিবীতে মা একজনই যিনি আমাদের শক্তি, সাহস আর আশ্রয়ের ঠিকানা। যার ভালোবাসার ছোঁয়ায় আমরা বেড়ে উঠি। যার আদর্শ লালন করে আমরা বড় হই। মানুষের সেরা উপহার মা। যার চোখে আমরা স্বপ্ন দেখি, যাকে নিয়ে সাজাই নিজের পৃথিবী।

মায়ের কোলে যেথায় আমরা জন্ম নিই, যেথায় আমাদের শেকড় সেটাই আমাদের মাতৃভূমি। আর তারই শেখানো ভাষা আমাদের মাতৃভাষা।

মাতৃভূমির প্রতি আমাদের প্রেম, মহত্ত্ব ও ভালোবাসা চিরদিনের। এর প্রতি আমরা সব সময়ই এক মধুর টান অনুভব করি। যেথায় থাকি, যত সুখেই থাকি আমাদের শেকড়ের কথা সব সময়ই হৃদয়কে নাড়া দেয়।

আর আমরা যত ভাষাই রপ্ত করি না কেনো মায়ের ভাষায় কথা বলার অকৃত্রিম টান আমাদের সব সময় আন্দোলিত করে। আমরা বাঙালি, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করেছে।

আমাদের প্রত্যকের উচিত মা, মাতৃভূমি আর মাতৃভাষাকে শ্রদ্ধা করা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com