মানুষ মানুষের জন্য

মামার বাসায় যাচ্ছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। প্রায় পৌঁছে গেছি যখন, তখন ঘটল এক অনাকাঙ্খিত ঘটনা।
মানুষ মানুষের জন্য

একটি অটোরিকশা যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। ছোট-বড় মিলে বেশ কয়েকজন ছিল তাতে। হঠাৎ একটি গর্তে পড়ে প্রায় উল্টেই যাচ্ছিল এটি।

ঠিক তখনই চারপাশ থেকে কয়েকজন মানুষ ছুটে এসে গাড়িটাকে সোজা করল। কারো কোনো ক্ষতি হয়নি বরং অটোরিকশাটিই ভেঙে গেল কোথাও কোথাও।

এটা খুব ছোট ঘটনা। কিন্তু সবাই যেভাবে দৌড়ে এলো, সবাইকে বারবার জিজ্ঞেস করছিল কেউ কোথাও ব্যথা পেয়েছে কিনা। এটা দেখে আমার খুব ভালো লাগল।

অনেকেই বলে আমাদের মধ্যে মানবতা নেই। মানুষ ভুলে যাচ্ছে স্নেহ, মমতার কথা। এগুলো আসলে ঠিক নয়, আমাদের সামনে

কেউ বিপদে পড়লে আমরা দৌড়ে আসি, সাহায্য করি।

গুটি কয়েক খারাপ মানুষের জন্য আমরা সবাইকেই দোষ দেই। এটা ঠিক নয়। মানুষের জন্যই মানুষ। আমরা যদি বিপদে একে অন্যের পাশে দাঁড়াই সমাজটাই বদলে যাবে, সুন্দর হবে আমাদের জীবন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com