সৃজনশীল জটলা

বলছিলাম ষষ্ঠ শ্রেণির কথা। তখনো প্রাথমিকের গন্ধ যায়নি গা থেকে। নতুন বই, নতুন বন্ধু এবং নতুন পড়ালেখার পদ্ধতি।  আর সেটি হলো 'সৃজনশীল'
সৃজনশীল জটলা

যখন প্রাথমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে পা রাখি তখন সৃজনশীল শব্দটা শোনে খুব ভয় লেগেছিল।

কিন্তু না, অর্ধবার্ষিক দিয়ে মনে হলো আমিও সৃজনশীল ছেলে।

প্রথমে ভয় ভয় লাগলেও অর্ধবার্ষিক দিয়ে মনে হলো সৃজনশীল খুবই মজার এবং আনন্দের। তখন সৃজনশীল ছিল ছয়টা। যদিও প্রথম প্রথম লিখতে কষ্ট হতো তবে পরে মানিয়ে নিয়েছি। খুব আনন্দ নিয়ে লিখতাম নিজের সৃষ্টিশীলতা দিয়ে সময় নিয়ে ভেবে।

কিন্তু সমস্যাটা হলো পরে। যখন নবম শ্রেণিতে উঠলাম তখনি শুনলাম এখন থেকে সৃজনশীল লিখতে হবে সাতটি। শুনে তেমন খারাপ লাগেনি। যখন নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা দিলাম তখন কেমন অন্যরকম অন্যরকম মনে হলো।  তবে সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না।

সমস্যাটা কোথায়? এখন উচ্চবিদ্যালয়ের গণ্ডিও পেরোতে চলেছি। স্কুল জীবন শেষ। শুনতেই খারাপ লাগে।

সমস্যাটার কথা এখন ভালো করেই বুঝি। আগে যেমন ছয়টা সৃজনশীল আনন্দ নিয়ে ভেবে সময় নিয়ে মজা করে লিখতাম। এখন আর সেটা নেই। এখন শুধু তাকিয়ে থাকি সময়ের দিকে,  গুণতে থাকি কয় পৃষ্ঠা হলো, কিভাবে পূর্ণ করব সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর।

এখন আর আমার কাছে সৃজনশীলে আগের মতো আনন্দ নেই, নেই সৃষ্টিশীলতাও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com