খুদে লেখকের আফসোস

খুদে লেখকের আফসোস

‘তুমি তো ছোট তুমি তো ছোট’ ঠিক এই মন্তব্যের কারণে আমার মতো অনেক কিশোর-কিশোরীরা অনেক ভালো কাজের মূল্যায়ন পায় না।

অনেকে ভালো কাজ করার উৎসাহ হারিয়েও ফেলি। জীবনে এগিয়ে যাওয়ার পথে এই ধরণের মন্তব্য মানসিক বাধা হয়ে দাঁড়ায়।

অনেক সৃজনশীল কাজ যেমন গল্প লেখা, কবিতা বা ছড়া লেখা হয়নি আমার শুধুমাত্র উৎসাহ পাইনি বলে।

লিখে দেখা গেলে অনেকেই বলেন, ছোট মানুষ কিইবা লিখতে পারে। ছোট বলে অবহেলা করে। কিন্তু একটু মনোযোগ দিলেই দেখা যাবে হয়তো ছোট ছেলে বা মেয়েটি ভালোই লিখেছে। ধরে নিলাম এখন ছোট বলে লেখার মান ততটা ভালো হয় না। কিন্তু উৎসাহ পেলে আমরা আত্মবিশ্বাসী হতে পারি, ভালো করার চেষ্টা করতে পারি।

ছোট থেকে লেখালেখির হাত থাকলে বড় হয়ে সেটা আরও পরিপক্ব হবে। তখন হয়তো আমিও বড় কোনো লেখক হয়ে যেতে পারি। কিন্তু শুধুমাত্র উৎসাহের অভাবে যদি আমি লেখা ছেড়ে দেই তাহলে হয়তো অনেক পাঠক আমার মতো একজন ভালো লেখকের সাহিত্য থেকে বঞ্চিত হবেন।

এমন করে ভেঙে যায় হাজারো স্বপ্ন। বড়দের উদ্দেশ্য করে বলছি, এখন থেকে ছোট নয় বা বয়স নয় তার কাজকে দেখুন, সৃজনশীলতা দেখুন। ভালো কাজের উৎসাহ দিন ছোট বলে অবহেলা নয়। কাজের ভুল থাকলে ধরিয়ে দিন, কীভাবে ভালো করবে তা শিখিয়ে দিন। খারাপ কাজে সবসময় বাধা দিন। আমরা জানি আমরা ভালো করব।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com