Published: 2018-08-16 13:53:55.0 BdST Updated: 2018-08-16 16:34:05.0 BdST
এভাবে পড়ার টেবিলে সারাক্ষণ ধরেবেঁধে রাখার বিষয়টা আমার ভালো লাগে না। যতটুকু পড়া ততটুকু শেষ হলেই তো হলো, নাকি? পড়ার টেবিলে বসে থাকলেই কি আমি পড়ে শেষ করে ফেললাম সব?
আমার মনে হয় আমরা যতটা সময় পড়ার টেবিলকে দেই ততটা সময় পড়াকে দিলেই ভালো রেজাল্ট করা সম্ভব।
আমি এটা বলছি না, আমি খুব ভালো ছাত্রী। তবে আমার পড়ার ক্ষেত্রে এটাই উপলব্ধি করতে পেরেছি যে আমরা যতটা সময় পড়ার টেবিলে বসে থাকি, ততটা সময় পড়ি না। কখনো ছবি আঁকা, কাগজ কেটে নকশা তৈরি করা, ছোট বা বড় ভাই বোন থাকলে তার সাথে গল্প করা আবার কখনো ঝগড়া করায় আমরা ব্যস্ত থাকি। আবার মোবাইল ফোনেও গেম খেলি পড়ার টেবিলে বসেই। অথচ আম্মু জানেন আমরা দিব্যি পড়ছি।
তবে স্কুলে যতটা পড়ায় আমরা ততটা আমরা মনোযোগ দিয়েই পড়ি, কোচিং, প্রাইভেটের পড়াও তৈরি করি। তবে কেন এত ধরেবেঁধে রাখা বুঝি না।
আমি একবার গণিত উৎসবে গিয়েছিলাম। সেখানে আয়োজকদের একজন তার বক্তব্যে বলেছিলেন, স্কুল থেকে পড়া বুঝে আসার দায়িত্ব আমারই। ভালো রেজাল্ট আমাদের দায়িত্ববোধের উপর নির্ভর করে।
মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস উদযাপন (ভিডিওসহ)
ভালোবাসা দিবসে শিক্ষার্থীদের দিয়ে মায়ের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করল টাঙ্গাইলের হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা।
চা বিক্রেতা থেকে সফল প্রধান শিক্ষক (ভিডিওসহ)
ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলে শিক্ষার হার বাড়াতে নিজের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেছেন এক সময়ের চা বিক্রেতা এরফান আলী।
ঝালকাঠিতে তারুণ্যের উচ্ছ্বাসে বসন্ত বরণ (ভিডিওসহ)
ঝালকাঠিতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ হয়েছে।