প্রিয় দলের হারে কান্না

ছোটবেলা থেকে বুঝে হোক আর না বুঝে কিভাবে যেন নীল আর সাদার পতাকাটাকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি প্রিয় বিশ্বকাপ ফুটবল দল আর্জেন্টিনাকে।
প্রিয় দলের হারে কান্না

গত ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। সেবার স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবারও তাই হলো।

এবার ২১তম রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সাথে ড্র হয়, বলতে গেলে শুরুটা খারাপই ছিল পরবর্তী ক্রোশিয়ার সাথে হেরে মন ভেঙে যায়।

কত স্বপ্ন নিয়ে নীল সাদার পতাকা গাছের মগডালে টানিয়েছি। কিছুটা হলেও আশা জাগিয়ে ছিল নাইজেরিয়া সাথে ম্যাচটা। কত ভালোবাসা ছিল প্রিয় আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি।

কিন্তু নক আউট পর্বে এই হার যেন বার বার মেসির কান্না ভরা মুখকে স্মরণ করিয়ে দিচ্ছে, হাঁটু ভেঙে হতাশ হয়ে মাঠে মেসির পড়ে যাওয়া ।

আর্জেন্টিনার শেষ ম্যাচের খেলাটায় অনেক ভুল ছিল যা আমারা আর্জেন্টিনার সমর্থকরা আশা করিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়াটা যতটুকু না কষ্ট দিয়েছে তারচেয়ে বেশি কষ্ট পেয়েছি  মেসির  অধিনায়ক থাকাকালীন কোন বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে গেল না এটা ভেবে।

ফান্সের সাথে আর্জেন্টিনার নক আউট পর্বের খেলা দেখে অনেক কান্না এসেছে

কিন্তু পাড়ার সবার সামনে কান্না করতে পারিনি। চেপে রেখে বাড়িতে একা একা কেঁদে হালকা হওয়ার চেষ্টা করেছি।

খেলায় হার জিত থাকবেই। তাই  বলে স্বার্থপরের মতো আর্জেন্টিনাকে ছেড়ে অন্যদলের সাপোর্ট আমি করব না। অনেক দুঃখ পেয়েছি ঠিকই তবু আমি আর্জেন্টিনার সাপোর্টার আছি এবং থাকব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com