কেন এ অবক্ষয়?

আমদের পাশের গ্রামের এক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়ে আনন্দের পরিবর্তে বেদনা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ভাবিনি এমন হবে।
কেন এ অবক্ষয়?

মাঠের পাশে কয়েকজন কিশোর এক সঙ্গে বসে কোমল পানীয় খাচ্ছিল। তাদের পাশেই ছোট্ট এক শিশু দাঁড়িয়ে। ছেলেটি করুণ চোখে ওদের দিকে আছে দেখে আমি ভাবলাম দেখি তো ওই ছেলেগুলো ওকে ডাকে কিনা!

ওরা খাওয়া শেষ করে বোতলগুলোতে পানি ভরে মাঠে ছুঁড়ে দিল। শিশুটি দৌড়ে কোক ভেবে পানির বোতল খুলে খাওয়া শুরু করল। আমার খুব খারাপ লাগল। এই দুঃখজনক ঘটনা যা আমার আজীবন মনে থাকবে।

অবাক হয়ে খেয়াল করলাম এই দৃশ্য দেখে ছেলেগুলো হাসছিল। তাদের মধ্যে একজন আবার বলল, “খাও।”

সবার হাসি দেখে শিশুটি কি বুঝল জানি না তবে বোতল নিয়ে দূরে সরে গেল।

দুঃখের কথা হলো ওই ছেলেদের কাছে আরো কয়েকটি ক্যান ছিল। চাইলেই শিশুটির হাতে একটি ধরিয়ে দিতে পারত। তারা সেটা করেনি উল্টো বাচ্চাটিকে নিয়ে রসিকতা করেছে। এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। এই ছেলেগুলো অবশ্যই কোনো স্কুলে পড়ে। তাদের ভেতরে কি এইটুকু নৈতিকতা তৈরি হয়নি! একটা শিশুর সঙ্গে এমন আচরণ দেখে মনটাই খারাপ হয়ে গেল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com