স্মরণীয় শিক্ষা সফর

বিদ্যালয় থেকে শিক্ষা সফরে ভিন্নজগতে গিয়েছিলাম। শিক্ষাসফরের স্থান নির্ধারণে সিনিয়র শিক্ষার্থী হিসেবে আমাদের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছিল।
স্মরণীয় শিক্ষা সফর

সফরের দিন সকাল সকাল আমরা স্কুলে চলে যাই। সেখান থেকে ভিন্নজগতের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। বাসে গান বাজিয়ে পুরো রাস্তা আমরা মজা করি।

সেখানে পৌঁছানোর পর আমাদের আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। সেখানে আকর্ষণীয় জিনিস উপভোগ করি আমরা। এরমধ্যে ছিল আজব গুহা, বরফের দেশ, তাজমহল, সুইমিং পুল, পাথর দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম।

সুন্দর সুন্দর জায়গা বেছে নিয়ে বন্ধুরা মিলে ছবি উঠাই। সবাই একসঙ্গে গোসলও করি সুইমিংপুলে।

খাবার-দাবারের কথা ভুলেই গিয়েছিলাম। আনন্দের মধ্যে খেতেও ইচ্ছে হচ্ছিল না। স্যাররা আমাদের জোর করে খেতে নিয়ে যায়। এরপর বিদ্যালয় কর্তৃক লটারির আয়োজন করা হয়। অনেকগুলো টিকিট কিনেছিলাম আমরা। তবে দুর্ভাগ্য! একটা পুরস্কারও আমি পাইনি। তবে অন্য বন্ধু পেয়েছিল বলেও খুশি হয়েছি। সবশেষে বাসে করেই আমরা নিজ নিজ বাসায় ফিরি।

এ শিক্ষাসফরের কথা কখনো ভুলব না। ছোট ছোট আনন্দই কখনো বড় হয়ে ওঠে। আর সেটি স্মৃতি হয়ে থাকে আজীবন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com