আমি কি ভুলিতে পারি

খুব ভোরে ঘুম থেকে উঠেই ঝটপট প্রস্তুত হয়ে আমার আদরের ছোট বোন রোহানা ও আমার কয়েকজন বন্ধুর সাথে চলে গেলাম কাহালু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে।
আমি কি ভুলিতে পারি

গিয়ে দেখলাম বড় থেকে ছোট প্রায় সকল বয়সী মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সবার হাতে ফুল।

সবার সাথে শহীদ মিনার বেদীতে ফুল দিলাম আমিও। এরপরে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই একই সুরে সুর মিলিয়ে গাইলাম, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’

গাইতে গাইতে শুরু হলো প্রভাতফেরি। সেখানে সব স্তরের মানুষ খালি পায়ে সড়কগুলি প্রদক্ষিণ করে। কারণ আজ ২১ ফেব্রুয়ারি, বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল ও শোকাবহ দিন।

আজকের এই দিনটিকে জাতিসংঘ ২০১০ সালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পর এই দিনটি শুধু বাঙালি ও বাংলাদেশের মানুষই পালন করে না, একইসাথে আজকের এই দিনটিকে সারাবিশ্বের মানুষ পালন করে আসছে।

আমি আমার অন্তরের অন্তস্থল থেকে প্রত্যেক ভাষা শহীদের প্রতি বিনম্র  শ্রদ্ধা নিবেদন করছি। যারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার দাবিতে প্রাণ হারান। আর আমাদের জন্য রেখে যান মায়ের ভাষায় কথা বলার অধিকার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com