সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়!

বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের জন্য ভোটে দাঁড়াই। সে সময় আমার পাশে বন্ধুদের খুব দরকার ছিল। কিন্তু দু:খের বিষয়, যখন ভোট শুরু হয় আমার ক্লাসের কোনো বন্ধু আমাকে সাপোর্ট করেনি।
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়!

ভেবেছিলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু অন্তত আমায় সাপোর্ট করবে। সেও সাপোর্ট করলো না। এতে করে এত বেশি কষ্ট লাগল যে, ভাষায় প্রকাশ করতে পারব না।

ভাবতে লাগলাম যাদের সাথে আমি দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া করলাম, পড়াশোনাতে সাহায্য করলাম, হাসিঠাট্টা আর আনন্দ বেদনায় পাশে থাকলাম, সেই বন্ধুরাই আমার দরকারের সময় পাশে দাঁড়াল না।

ঠিক সেই সময় আমাদের বিদ্যালয়ের মাহফুজা ম্যাডাম আমার চোখ খুলে দিলেন। তিনি বললেন, ‘বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়। আজ তোমার বিপদে তোমার কোন বন্ধু পাশে নাই। আসলে ওরা কেউ তোমার প্রকৃত বন্ধু নয়। ওরা তোমায় ভালো না বাসলেও তুমি কিন্তু ওদের সবসময় ভালোবাসবে।"

তার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আর মনে মনে একটা প্রশ্নই মনে এলো, এতবছর কাদের বন্ধু ভেবেছি?

তবুও, বন্ধু হিসাবে ওরা আমায় ভালো না বাসুক ওদের আমি সবসময় ভালোবেসে যাবো। বন্ধু হিসেবে নিজের জীবন দিয়ে হলেও বন্ধুকে সাহায্য করব। সবসময় পাশে থাকব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com