স্বপ্ন দেখে জাগি, জেগেও স্বপ্ন দেখি

সবাই স্বপ্ন দেখে। কেউ ঘুমিয়ে আর কেউ জেগে। দুটোই স্বপ্ন আর আমি দুইভাবেই স্বপ্ন দেখতে ভালোবাসি।
স্বপ্ন দেখে জাগি, জেগেও স্বপ্ন দেখি

আমার হাজারও স্বপ্ন। পৃথিবীটা আমার কাছে স্বপ্নময় এক রাজ্য। যেখানে সবাই নিজের স্বপ্ন দেখে। পৃথিবীটা স্বপ্ন পূরণের এক ময়দান। আর এই মহা বিশ্বে আমিও ক্ষুদ্র এক স্বাপ্নিক।

কখনো স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার। হয়ত আকাশ ছোঁয়া যায় না! তবে আমি আমার স্বপ্নের রাজ্যে আকাশ ছুঁতে পারি। কখনো কিছু স্বপ্ন নিজে নিজেই ধরা দেয়। আবার কিছু স্বপ্ন হাজার চেষ্টা করেও নাগাল পাই না। তখন হতাশা আমায় জড়িয়ে ধরে। কিন্তু সেই হতাশাকেই আশা হিসেবে জাগিয়ে রাখতে চাই।

লেখালেখি করা আমার একটা শখ বা স্বপ্ন। একদিন স্বপ্ন দেখতাম আমার লেখা ছাপানো হবে পত্রিকায়। এখন প্রায় সব জাতীয় দৈনিকেই আমার লেখা ছাপে। এরপর স্বপ্ন দেখতে শুরু করি আমার একটা বই ছেপে বের হবে। আমাকে চমকে দিয়ে সে স্বপ্নও সত্যি হতে চলেছে।

মাসখানেক পরেই একুশে বইমেলায় প্রকাশিত হবে আমার প্রথম ছড়ার বই ‘ঘুম ভাঙানো পাখি’। তবে সেটা বের হবে অন্য নামে।

এভাবে প্রতিনিয়ত হাজার স্বপ্নের বেড়াজালে বন্দি থাকি আমি। আবার কখনও স্বপ্নেরা কাছে এসেও ধরা দেয় না।

এ বছরের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের সৃজনশীল লেখা পাঠিয়েছিলাম। এবারও আমাকে চমকে দিয়ে স্বপ্ন ডানা মেলতে শুরু করে। নমিনেশন পেয়ে যাই মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য। তবে সে স্বপ্ন ধরা দেয়নি। স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। তবু সেই স্বপ্নটিকেও লালন করছি পরেরবারের বা তার পরেরবারের জন্য।

এরকম হাজার হাজার স্বপ্নের উঁকিঝুঁকিতে কাটে আমার দিন রাত। স্বপ্নের এ উঁকিঝুঁকিই আমার কাছে জীবন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com