ভণ্ড থেকে সাবধান!

ফেইসবুকে একটি ইভেন্ট দেখে উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণ কর্মশালায় খুব আগ্রহ নিয়ে যোগ দিলাম। এই কর্মশালা বিশ্বসাহিত্যকেন্দ্রের কক্ষে হবে ভেবে খুব ভরসা নিয়ে ভর্তি হলাম। কিন্তু কর্মশালাটি ছিল একটি ফাঁদ, বুঝলাম অনেক পরে।
ভণ্ড থেকে সাবধান!

‘বাংলাদেশ চিল্ড্রেন টিভি রিপোর্টারস অ্যাসোসিয়েশন’ নাম দিয়ে এরা এক হাজার টাকার কোর্স ফিজের বিনিময়ে তিন দিনের কর্মশালা করাবে। বিষয় দুটিতে আগ্রহ ছিল তাই ৫০টাকা দিয়ে ফরম পূরণ করে এক হাজার টাকা দিয়ে নিবন্ধন করে ফেললাম।

ছয়টি ব্যাচে ক্লাস হবে তিন দিন। মূল প্রশিক্ষক হিসেবে থাকবেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব চৌধুরী কাকাজী।

আমার মতো আরও ৪০জন সভ্য আমার ব্যাচে। এরকম আটটি ব্যাচ। মোট ২৯০ জন সভ্য। সব বয়সের মানুষ থাকলেও, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়ারাই বেশি ছিলেন। রবি, মঙ্গল ও শুক্রবার, এক ঘণ্টা ৪৫ মিনিট করে প্রতিটি ক্লাস হওয়ার কথা থাকলেও গোঁজামিল দিয়ে এক ঘণ্টার মতো ক্লাস হলো।  

এই কর্মশালায় যতটা শিখতে পারবো আশা নিয়ে গেছিলাম তার ছিটেফোঁটাও পেলাম না ক্লাস থেকে। মনে হলো এরা আমাদের ঠকাচ্ছেন। এরা মানে রাজীব চৌধুরী ও তার কয়েকজন স্বেচ্ছাসেবক।

শুক্রবার সব ব্যাচের একসাথে ক্লাস হবে সকাল আটটা থেকে ১০টা। সব ব্যাচের সভ্য একসাথে অপেক্ষা করছি। সনদ দেওয়া হবে সেদিন। আবার জন প্রতি একশ’ টাকা করে নেওয়া হলো। শেষে তারা জানালেন, সনদ দেওয়ার জন্য যে সেলিব্রেটি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আসতে পারবেন না।

এদের ক্লাসের নমুনা দেখে আগে এদের কাজে অল্প অল্প সন্দেহ হলেও আজকের ঘটনায় এদের সততা নিয়ে সেই সন্দেহ গাঢ় হয়। এরা যে শঠতার আশ্রয় নিয়ে এই কর্মশালার আয়োজন করেছে সেটা বুঝতে বাকি রইল না। প্রশিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু হলো। তার এ ধরণের কর্মশালা করার আইনি যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলো।

তিনি চাপের মুখে স্বীকার করে নেন, তার অ্যাসোশিয়ানের কোনো ট্রেড লাইসেন্স নাই। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভাইয়া রেগে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে কিছু টাকা তার কাছ থেকে বাজেয়াপ্ত করে সভ্যদের ফিরিয়ে দিয়ে একটা রফা করেন। কিন্তু সবাই টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ হয়ে যান। তবে সব শেষে পুলিশ ও বড়দের হস্তক্ষেপে ঠিকানা ও বাবার নাম জেনে নিয়ে ছেড়ে লোকটিকে দেওয়া হয়।          

এরকম কোনো ভুয়া কর্মশালার ফাঁদে পা দিও না। আগে সব জেনেশুনে তবেই এগিও।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com