সে এক রূপকথারই দেশ!

বিশাল এই  পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দেশ-মহাদেশ, নদ-নদী, সাগর- মহাসাগর।
সে এক রূপকথারই দেশ!

অতসব সৌন্দর্যের মধ্যেই আমার কাছে অনন্য বাংলার মাটি। ফুলে ফলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশ।

এদেশে ভোরের পাখির কলকাকলিতে যখন প্রকৃতি জেগে উঠে, পূর্ব দিগন্তে রক্তিম রঙ ধারণ করে যখন সুর্য ঊদিত হয়, তখন দু চোখ জুড়িয়ে যায়। চারদিকে তাকিয়ে আমার মনে হয় এ যেন রূপকথার রাজ্য।

আর গাছে গাছে পাখির কল কাকলি, মৃদু বাতাস, চির সবুজ বন, বিস্তীর্ণ ফসলের মাঠ দেখে মনে হয় সবুজের সমারোহই যেন বাংলাদেশ।

একেক ঋতুতে আমার দেশের রূপ একেক রকম। গ্রীষ্মকালে যখন নদ-নদীর পানি শুকিয়ে যায়, মাঠ-ঘাঠ ফেটে চৌচির হয়ে যায়। সে এক অন্য রকম সৌন্দর্য।

আবার এই ফাটা মাঠ-ঘাটকে কানায় কানায় ভরিয়ে দিতে আসে বর্ষা। বর্ষা এসে নদী, খালবিল সব পানিতে ভরিয়ে দেয়, মাঠ-ঘাটের হাহাকার দূর করে দেয়।

আর টিনের চালে যখন টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে, মাঠে মাঠে নতুন ঘাস, গাছে গাছে গজায় নতুন পাতা। আহা! কি সুন্দর।

আর শরতে সাদা মেঘের ভেলা মনটাকে ভাসিয়ে নিয়ে যায় দূর বহুদূর। হেমন্তের পাকা ধান, নবান্ন উৎসব, কৃষকের মুখে হাসি, কী নেই আমার এই সোনার বাংলায়?

এরপর আসে শীত। আমার কাছে শীতকে তো পিঠার মৌসুম মনে হয়। ঘরে ঘরে চলে পিঠা উৎসব। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা কত রকম পিঠা হয় আমাদের দেশে।

শীত যখন প্রকৃতিকে শুষ্ক করে দিয়ে চলে যায় তখন প্রেম বার্তা নিয়ে আসে বসন্ত। চারদিকে ফুল, পাখি হেসে ওঠে আবার। গাছে গাছে নতুন পাতা নতুন প্রাণের আশা জাগায়। কোকিল ডেকে যায় গাছে গাছে। সব মিলিয়ে কী দারুণ অনুভূতি! কি দারুণ ভালোবাসা।

এই দেশেই রয়েছে বার মাসে তের পার্বণ। আরেক দিন গল্প হবে তের পার্বণের ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com