বাল্যবিয়ে প্রতিরোধ না হলে কিশোরীরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং এর প্রভাব পড়বে পুরো জাতির উপর।
Published : 10 Oct 2024, 08:43 PM
পাঠ্যপুস্তক, টেলিভিশন আর পত্রিকায় চোখ বুলালে দেখতে পাওয়া যায় বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরের নানা সচেতনতামূলক লেখনি। এত প্রচার সত্ত্বেও বাল্যবিয়ে কি কমছে?
আমি এখনো নিজ এলাকায় বাল্যবিয়ে ঘটতে দেখি। অনেক সময় এসব বিয়ে বন্ধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহেলা লক্ষ্য করেছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মতো তৃণমূল জনপ্রতিনিধিরা যদি গ্রামাঞ্চলে বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হন, তাহলে বাল্যবিয়ের ঘটনা কমানো যাবে বলে আমি মনে করি।
বাল্যবিয়ে প্রতিরোধ না হলে কিশোরীরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং এর প্রভাব পড়বে পুরো জাতির উপর। তাই বাল্যবিয়ে বন্ধে জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিরাজগঞ্জ।