সালামি পেয়েছি, ছোটদেরও দিয়েছি

নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি করেছি।
সালামি পেয়েছি, ছোটদেরও দিয়েছি

‘আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ’ এই কথা মেনে রোজার শেষে চাঁদ দেখার অপেক্ষায় থাকি। চাঁদ দেখার পরই শুরু হয় আমার ঈদের খুশি।

ঈদের দিন বাসায় নানা রকমের খাবারের আয়োজন করা হয়। চাঁদ দেখার পর পরই শুরু হয় রান্নার আয়োজন। এসব খাবারের মধ্যে রয়েছে পিঠাপুলি, মাংস, পোলাও, বিরিয়ানি।

ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠেছি। সকালের নাস্তা সেরে তারপর ঈদ্গাহে যাই। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি করেছি।

বাসায় এসে মা-বাবাকে সালাম করার পর তারা আমাকে সালামি দিলেন। পরিবারের ছোট সদস্যরা এসে সালাম দিলো। তাদের সালামি যেন না দিলেই নয়, দিতেই হবে সালামি।

সালামি দেওয়ার জন্য আমি আগে থেকে নতুন নোটের টাকা সংগ্রহ করে রেখেছিলাম। সে নোট দিয়ে তাদের সালামি দেই।

ঈদের দিন নানা বাড়িতে ঘুরতে যাই। সেখানে মামা, খালা সবার সঙ্গে আনন্দ করে ঈদের সুন্দর সময় কেটেছে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com