পানি বেড়ে মাছগুলো চার দিকে ছড়িয়ে পড়ে। ফলে চাষীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়।
Published : 16 Sep 2024, 07:43 PM
আমার জেলা বাগেরহাট উপকূলবর্তী একটি এলাকা। ফলে প্রতিনিয়ত অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয় আমাদের।
দিন দিন এই জেলার অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে। অল্প বৃষ্টিতে শহর এলাকাতে পানি জমে থাকে।
গতকালের বৃষ্টিতেও শহরের নানা স্থানে হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। ফলে বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ সবাইকে দুর্ভোগে পড়তে হয়।
এটা হয়ত নাজুক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য, কিন্তু জেলার সামগ্রিক বিষয়ে বলছি আমি। সামান্য বৃষ্টিতেই সবখানে পানি বেড়ে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
বাগেরহাট চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ। এখানে রয়েছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানি বেড়ে মাছগুলো চার দিকে ছড়িয়ে পড়ে। ফলে চাষীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়।
সাম্প্রতিক সময়ে বাগেরহাট বারবার পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি আমাকে অনেক ভাবাচ্ছে। আমি চাই, সরকার ও সংশ্লিষ্ট মহল যেন এই বিষয়ে মনোযোগ দেয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।