
প্রতিনিধিত্বশীল ছবি
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিশু শিল্পীকে বুলিং করা হচ্ছে। এতে করে সেই শিশু শিল্পী ও তার পরিবার বিব্রত হচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবরও এসেছে।
বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি দেখার পর শিশুটি তার মতামত জানিয়েছিল। তার দেওয়া সেই মতামতকে ঘিরেই শুরু হয় ‘রসিকতা’।
আমি খবরে দেখেছি, তাকে বুলিং করার মাত্রা এতোইটাই ছাড়িয়েছে, তার পরিবার বলেছে বুলিং বন্ধ না হলে তাকে মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হবে।
এই শিশুকে নিয়ে যারা ট্রল করছেন তাদের অধিকাংশই বয়সে তার চেয়ে বড়। অথচ এই বড়রাই শিশুটিকে বিনোদনের খোরাক বানিয়েছেন। এই শিশু শিল্পী সঠিক বা ভুল যাই বলে থাকুক না কেন, সেটি তার একান্ত মতামত। ছোট বয়সের কারণে তার বলা কথায় ভুল হতেই পারে। তার বলা কথার মাধ্যমে সে যা বোঝাতে চেয়েছে হয়তো সে তা বোঝাতে পারেনি। তাই বলে শিশুটিকে নিয়ে দিনের পর দিন ট্রল করা কি উচিত হচ্ছে?
ছোট বড় আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। ছোটরা ভুল করলে বড়দের দায়িত্ব সে ভুল শুধরে দেওয়া। কিন্তু এই শিশুটির ক্ষেত্রে কেন এমন হচ্ছে না?
এভাবে চলতে থাকলে অন্য শিশু শিল্পীরাও মিডিয়ায় কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। সবার উচিত, শিশুদের ক্ষেত্রে আরো বেশি সংবেদনশীল হওয়া। আমি চাই দ্রুত যেন এই শিশুকে হয়রানি করা বন্ধ হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সুনামগঞ্জ।