আইটি দক্ষতা নেওয়ার আগ্রহটাই বেশি

“আমি মনে করি এটা সময়ের চাহিদা। বিশ্বায়নের এই যুগে আইটি বিষয়ে অভিজ্ঞ হওয়া বা ধারণা নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি।”
ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি পরীক্ষার পর একটা দীর্ঘ অবসর পাওয়া যায়। এসময় একেকজন একেক ধরনের কাজ করে থাকে। সময়টাকে কাজে লাগানোর ইচ্ছা তৈরি হয়।

কেউ হয়ত লেখালেখিতে মনযোগ দেয়, কেউবা নাচ, গান, বিতর্কে নিজেকে এগিয়ে নেয়। তবে একটা ভিন্ন জিনিস আমি লক্ষ্য করেছি। পরীক্ষা শেষ হওয়ার পর কম্পিউটার কিংবা প্রযুক্তি জ্ঞান নিতে ঝুঁকছে আমার সমবয়সীরা।

আমি মনে করি এটা সময়ের চাহিদা। বিশ্বায়নের এই যুগে আইটি বিষয়ে অভিজ্ঞ হওয়া বা ধারণা নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। সামনে চতুর্থ শিল্প বিপ্লব হাত নাড়ছে, যে সময়টা পুরোপুরি নির্ভর করবে প্রযুক্তির উপর।

দূরদর্শী চিন্তা করলে, নিজের ভবিষ্যত নিয়ে ভাবলে প্রযুক্তি জ্ঞানের মূল্য এখন অনেক। নিজের আগ্রহ থেকে আমি আরেকটু খোঁজ নেওয়ার চেষ্টা করি যে, তারা কী কী শিখছে।

জানতে পারি তারা গ্রাফিক্স ডিজাইন, অ্যাপস কিংবা ওয়েব সাইট ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ইত্যাদি নানা জিনিস শিখছে। অনেকেই অনলাইন মাধ্যম থেকে আয় করার নানা কায়দা কানুন সম্পর্কেও প্রশিক্ষণ নিচ্ছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com