'আমি যখন শিশুদের শিক্ষক' (ভিডিওসহ)

সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা, ইংরেজি ও ছবি আঁকার ক্লাস নেওয়ার দায়িত্ব পড়েছে আমার উপর।

দিনটা ছিল শুক্রবার। সুবিধাবঞ্চিত শিশুদের ক্লাস নেওয়ার প্রথম দিন ছিল আমার।

প্রথম অভিজ্ঞতা, তাই মনের মধ্যে কেমন জানি লাগছিল! কেননা আমি নিজেই একজন শিশু আর আমি পড়াব অন্য শিশুদের। যারা কিনা আমার থেকে অনেক ছোট। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত।

এই শিশুদের পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে 'গ্লোরি ফিউচার ফাউন্ডেশন'। এই সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে।

২০২১ সালের জানুয়ারি থেকে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিশুরা 'চাইল্ড লিডার' হিসেবে এই সংগঠনে কাজ করে। উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন প্রায় চারশ বিদেশি।

আমি এই সংগঠনের স্বেচ্ছাসেবী শিক্ষক। সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা, ইংরেজি ও ছবি আঁকার ক্লাস নেওয়ার দায়িত্ব পড়েছে আমার উপর।

প্রথমদিনেই আমি শিশুদের বাংলা ক্লাস নিয়েছি। তাদেরকে পড়িয়েছি বাংলা বর্ণমালা। আমি যখন উচ্চস্বরে বর্ণগুলোর সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছিলাম, তখন তারাও আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ছিল। আর তখনি আমার শৈশবের কথা মনে হচ্ছিল, যখন মা আমাকে এই বর্ণগুলো পড়িয়েছিলেন।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com