‘একটা সময় শিশুরা পরিবারের বাবা মা, দাদা দাদীর সঙ্গে বসে গল্প করতে পছন্দ করত। এখন এই প্রবণতা একদম কমে যাচ্ছে। দেখা যায়, শিশুরা মোবাইল হাতে ঘরের কোনো এক কোণায় বসে গেমস খেলছে।’
Published : 21 May 2024, 02:49 PM
প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত যেন চলে না। বড়দের সঙ্গে সঙ্গে শিশুরাও নানা প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করছে।
অনেক শিশুই কেবল মাত্র প্রয়োজনের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করলেও, অনেকে কোনো কারণ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা মোবাইল হাতে নিয়ে কাটিয়ে দেয়। এদের অনেকে মোবাইল ফোনে গেমস খেলাতেও আসক্ত হচ্ছে।
এতে করে এসব শিশুরা বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মোবাইল ফোনে গেমস খেলার নেশা পরিবার ও সমাজ থেকেও দূরে সরিয়ে দেয় শিশুদের। এতে করে তারা পড়াশোনা থেকেও পিছিয়ে পড়তে পারে।
একটা সময় শিশুরা পরিবারের বাবা মা, দাদা দাদীর সঙ্গে বসে গল্প করতে পছন্দ করত। এখন এই প্রবণতা একদম কমে যাচ্ছে। দেখা যায়, শিশুরা মোবাইল হাতে ঘরের কোনো এক কোণায় বসে গেমস খেলছে।
অনেক অভিভাবকই শিশুর কান্না থামাতে হাতে মোবাইল ফোন তুলে দেন। অভিভাবকদের এই বিষয়টিতে সতর্ক হতে হবে বলে আমি মনে করি।
শিশুদের বোঝাতে হবে যে, এই মোবাইল ফোন গেমস তাদের জন্য কতটা ক্ষতিকর। অভিভাবদের উচিত শিশুদের বেশি করে সময় দেওয়া। যাতে শিশুরা আসক্তির দুনিয়াতে ডুবে না যায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।