‘প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়ে বাবা আমাকে বলেছিলেন, “হার জিত থাকবেই। হেসে খেলে বক্তব্য দিয়ে আসবে।’
Published : 21 May 2024, 06:48 PM
আমি স্কুল জীবন থেকে বিতর্ক করি। তবে করোনা ভাইরাস মহামারি চলাকালীন এই সহশিক্ষায় কিছুটা ভাটা পড়ে। কলেজে ভর্তি হওয়ার পর আবার বিতর্কে অংশ নিই।
বিতর্ক করতে প্রয়োজন হয় ভালো উচ্চারণ, সুন্দর উপস্থাপনা আর ক্ষুরধার যুক্তি দেওয়ার সক্ষমতা। পাশাপাশি অহেতুক কথা বলা ও ভুল তথ্য উপস্থাপনকে এড়িয়ে চলতে হয়। কথা বলতে হয় আত্মবিশ্বাস নিয়ে। আমার বই পড়ার অভ্যাস থাকায় বির্তকের মঞ্চে এটি আমাকে সাহায্য করেছে।
এবছর আমি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বির্তক প্রতিযোগিতায় একক বিতর্কে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছি।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়ে বাবা আমাকে বলেছিলেন, “হার জিত থাকবেই। হেসে খেলে বক্তব্য দিয়ে আসবে।
রানার্স আপ হিসেবে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন আমার বিশ্বাসই হচ্ছিল না, সারা দেশের মধ্যে আমি দ্বিতীয় হয়েছি।
আমার এই অর্জনটুকুর পেছনে আমার বাবা মা, বন্ধু ও শিক্ষকদের অবদান অনেক বেশি। তারা আমাকে এত দূর আসতে সাহস ও উৎসাহ দিয়েছে।
আমি এই পুরস্কার নয়, অভিজ্ঞতাকে বড় করে দেখতে চাই। স্মৃতি হিসেবেও এই অভিজ্ঞতাটি আমার জন্য সব সময় আনন্দের হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।