আমি গাছকে কখনো কড়া রোদে রাখি না। গাছের বেড়ে ওঠার জন্য আলোর প্রয়োজন আছে তবে তীব্র রোদে গাছ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কাও থাকে, কেননা অতিরিক্ত রোদ টবের পানি শুকিয়ে ফেলে। তাই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেন গাছে হালকা রোদ লাগে।
Published : 11 May 2024, 07:43 PM
আমরা অনেকেই শখের বসে ঘরের বারান্দায় বাগান করি। গ্রীষ্মের এই গরমে অনেক সময় বাগানের গাছের নানান সমস্যা হয়। আবার কখনো কখনো সঠিক পরিচর্যার অভাবে গাছ মরে যায়। তাই আমি মনে করি, গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার।
আমি যে ভাবে বারান্দার বাগানের যত্ন নিই সেই বিষয়গুলোই এখানে তুলে ধরব। এতে করে তোমাদের যাদের এমন বাগান আছে বা যারা বাগান করতে চাও, তারা এ বিষয়ে ধারণা নিতে পারবে।
আমি গাছকে কখনো কড়া রোদে রাখি না। গাছের বেড়ে ওঠার জন্য আলোর প্রয়োজন আছে তবে তীব্র রোদে গাছ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কাও থাকে, কেননা অতিরিক্ত রোদ টবের পানি শুকিয়ে ফেলে। তাই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেন গাছে হালকা রোদ লাগে।
গাছে পানি দেওয়ার ক্ষেত্রেও আমি কিছু সতর্কতা অবলম্বন করি। এই যেমন আমি গাছের গোড়ায় সরাসরি পানি না ঢেলে একটু দূরে নিয়ে গাছের উপর পানি ছিটিয়ে দেই। এছাড়া গাছে যেন অতিরিক্ত পানি না দেওয়া হয়, সেটিও খেয়াল রাখতে হবে। দুই বেলার বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না।
গাছের পাশে মাঝেমধ্যে আগাছা জন্মাতে পারে যা গাছের বৃদ্ধিতে বাধা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এই লতাপাতাগুলোকে কেটে গাছের আশপাশ পরিষ্কার রাখতে হবে। তাছাড়া গাছের পাতা শুকিয়ে গেলে সেটা কেটে ফেলতে হবে। কোনো পাতার ডগা শুকিয়ে গেলে তাও কেটে ফেলতে হবে কেননা সে অংশের পুষ্টি জোগাতে গাছকে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়।
বাগানের জন্য আমি সব সময় জৈব সার ব্যবহার করি। কেননা রাসায়নিক স্যার ব্যবহার করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে জৈব সার ব্যবহার করাই ভালো, এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে।
এই গরমে গাছই হয়ে উঠতে পারে আমাদের প্রকৃত বন্ধু যদি আমরা গাছের সঠিক যত্ন নিতে পারি। তাই, নিজের খেয়াল রাখার পাশাপাশি গাছেরও খেয়াল রাখতে হবে।তাহলেই গাছ আমাদের পরিবেশকে আরও সতেজ ও প্রাণবন্ত রাখবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।