তবুও এই সময়টায় কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। মায়ের কাছে প্রোগ্রামিং ও অ্যানিমেশন শিখছি।
Published : 04 Aug 2024, 09:54 PM
কারফিউয়ের কারণে ঘরে বসে থাকতে থাকতে একঘেয়ে লাগছে। অপ্রত্যাশিত এই স্থবিরতায় পপরিবর্তিত হয়ে গেছে প্রতিদিনের রুটিনও।
তবুও এই সময়টায় কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। মায়ের কাছে প্রোগ্রামিং ও অ্যানিমেশন শিখছি।
কিন্তু একটানা এতো দিন ধরে স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যাচ্ছে না। পড়াশোনার বেশ ক্ষতিই হচ্ছে বলা যায়।
এর মাঝে কিছু দিন ইন্টারনেটবিহীন থাকতে হয়েছিল। সে সময়গুলো ছিল খুব আতঙ্কের। কারো সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছিল না। দেশের চলমান পরিস্থিতিরও কোনো খবর পাচ্ছিলাম না।
বর্তমানেও ইন্টারনেট ভালো ভাবে ব্যবহার করা যাচ্ছে না। মাঝেমধ্যে ইন্টারনেটের গতি কমে যায়। ফলে বন্ধুদের সঙ্গে পড়াশোনার বিষয়ে আলোচনা বা গ্রুপ স্টাডিও করতে পারছি না।
আমি দেশের চলমান এই পরিস্থিতির দ্রুত অবসান চাই। কারফিউয়ের কারণে ঘরে বসে থাকতে থাকতে মানসিক ভাবেও যেন অসুস্থ হয়ে পড়ছি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।