আমি চাই দেশের পরিস্থিতি যেন খুব দ্রুত আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে যায়।
Published : 04 Aug 2024, 09:47 PM
আগে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে কাটত। কিন্তু কারফিউ ও দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের কারণে আমি এখন চার দেওয়ালের মধ্যে বন্দি। এতে করে আমার দৈনন্দিন রুটিনে অনেকটা পরিবর্তন এসেছে।
এখন সারাদিন বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাই। তবে আমার আম্মুর নিয়মিত অফিসে যেতে হয়। আম্মুকে নিয়ে দুশ্চিন্তাও হয়।তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমার বোন বাসাতেই থাকছে। আমরা দুই বোন সারাদিন একসঙ্গে সময় কাটাই।
ঘরবন্দি এই সময়টায় দক্ষতামূলক কিছু কাজ শিখেছি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের প্রায়ই প্রেজেন্টেশনে উপস্থাপন করতে হয়। তাই আমি পাওয়ার পয়েন্টের ব্যবহার শিখেছি।
এই দক্ষতামূলক কাজটি শিখতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। এটি খুবই সহজ। আমি মনে করি আমাদের সবার এই দক্ষতাটি রপ্ত করা উচিত।
কখন বিদ্যালয় খুলবে তার কোনো নিশ্চয়তা নাই, সেজন্য দুশ্চিন্তা হচ্ছে। কারণ সামষ্টিক মূল্যায়ন চলার মাঝে হঠাৎ স্কুল বন্ধ হয়ে গেল।
আমি চাই দেশের পরিস্থিতি যেন খুব দ্রুত আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে যায়। আমরা যেন আমাদের আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।