Published : 12 Sep 2024, 05:36 PM
আমি ঢাকায় বসবাস করি। এটি একটি জনবহুল শহর। রাজধানীতে অনেক মানুষ বাস করে, সড়কে চলাচল করে অসংখ্য গাড়ি।
আমাদের মধ্যে আইন ভাঙার প্রবণতা আছে। ফলে সড়কে শৃঙ্খলার তুলনায় বিশৃঙ্খলাই বেশি দেখা যায়।
আমি যখন সকালে স্কুলে যাই তখন আমাকে যানবাহনের ভোগান্তিতে পড়তে হয়। সময় মতো বাস না পাওয়ায় যেমন গন্তব্যে পৌঁছাতে দেরি হয় তেমনই বাস পেলেও দাঁড়িয়ে বা চাপাচাপি করে যাত্রা করতে হয়।
রাস্তা পার হতে হয় একরাশ ভয় নিয়ে। জেব্রা ক্রসিং বা সিগন্যাল থাকলেও অধিকাংশ স্থানে পথচারীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই।
আমি আশা করি আমাদের সরকার বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজাবে। যাতে করে আমরা নিরাপদে যাতায়াত করতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।