মসজিদটির ইতিহাস সম্পর্কে জনশ্রুতি আছে যে, ১৬৬০ সালে মুঘল সুবাদার মীর জুমলা এই মসজিদটি নির্মাণ করেন।
Published : 29 Oct 2024, 09:03 PM
কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হই। আমরা ঠিক করি যে, পুরনো মীর জুমলা মসজিদ দেখতে যাব। এই মসজিদের অবস্থান কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে।
আমার গ্রাম থেকে এই স্থানটির দূরত্ব ১০ কিলোমিটার। ফলে সেখানে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগেনি।
জনশ্রুতি আছে, এই মসজিদটি ৪০০ বছরের পুরনো। তবে পুরনো স্থাপত্যের মসজিদটি এখন আর নেই। সেই স্থানে এখন একতলা ছিমছাম একটি মসজিদ দাঁড়িয়ে আছে। যা ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছে বলে জানতে পারি।
এখানে এসে পুরনো মসজিদের দেখা না পেলেও তখনকার একটি গম্বুজ এখনো অবশিষ্ট রয়েছে, যা দেখতে পেলাম। স্থানীয়রা এটিকে 'ডাকা' নামে চিনে।
মসজিদটির ইতিহাস সম্পর্কে জনশ্রুতি আছে যে, ১৬৬০ সালে মুঘল সুবাদার মীর জুমলা এই মসজিদটি নির্মাণ করেন।
প্রাচীন স্থাপত্যের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদের গম্বুজটি এখন ধ্বংসের পথে। এলাকাবাসী জানায় এটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ নেয়নি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।