যখন ১৬ বছর ১০ মাস বয়সী কিশোরের কোমরে দড়ি বাঁধার চিত্র দেখি, তখন কীভাবে নিজেকে সামলাই?
Published : 04 Aug 2024, 12:12 AM
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে উত্তাল দেশ। আমাদের কারো অজানা নেই কী ঘটে চলেছে প্রতিদিন। গত সপ্তাহের প্রতিদিনই খবরের কাগজ আর টেলিভিশন চ্যানেল খুললেই চোখে পড়েছে মৃত্যু, গ্রেপ্তার, আটক আর নাশকতার খবর।
গ্রেপ্তারের কথা লিখতে গেলে আপনাদের মনে হতে পারে আমি ছোট মুখে বড় কথা বলছি। কিন্তু এই আন্দোলন ঘিরে সীমাহীন শিশু অধিকারের লঙ্ঘন দেখে কথা বলা বন্ধ করিই বা কীভাবে!
যখন ১৬ বছর ১০ মাস বয়সী কিশোরের কোমরে দড়ি বাঁধার চিত্র দেখি, তখন কীভাবে নিজেকে সামলাই? এটি যে বেআইনি, অসাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাতে কোন ভুল নেই। আমার মতো স্কুল পড়ুয়া শিশু যদি এটা বোঝে, বড়রা বোঝে না কেন? এটাই আমার প্রশ্ন!
‘শিশু আইনের ৪৪(৩) ধারা অনুযায়ী, গ্রেপ্তার করার পর শিশুকে কোনো অবস্থাতেই হাতকড়া বা কোমরে দড়ি বা রশি পরাতে পারবে না পুলিশ। শুধু তাই নয়, শিশু আইন অনুযায়ী একজন শিশুকে শিশু আদালত ছাড়া অন্য কোনো আদালতে বিচারই করা যাবে না। অথচ শুরুতে এই শিশুদের বিচার করা হচ্ছিল কোর্টে, চাওয়া হচ্ছিল তাদের রিমান্ড। পরে পত্রিকা পড়ে জানতে পারলাম আদালত শিশুদের রিমান্ডের আবেদন নাকচ করেছেন। তবে কাউকে কাউকে জামিন না-মঞ্জুর করে পাঠানো হয়েছে শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে। আজ অবশ্য খবরে দেখেছি অনেক এইচ এস সি পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশু কিশোর সংশোধন কেন্দ্রের শিশুদের ছাড়া হয়েছে কিনা তা পরিষ্কার নয়৷
আমি জানি না এই শিশুদের দোষ কী ছিল! তারা মাঠে নেমেছে বড় ভাই বা বড় বোনদের সংহতি জানাতে। 'একতাই বল' গল্প থেকে তো আমরা এটাই শিখেছি। তবে কী গ্রন্থের বিদ্যার বাস্তবে প্রয়োগ ভুল!
এই কোটা নিয়ে আন্দোলনের মধ্যেই দেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ। এর চেয়ে শিশু অধিকারের লঙ্ঘন আর কী হতে পারে! এই শিশুদের কেন অঙ্কুরে ঝরে যেতে হলো? কী তাদের দোষ? উত্তর দেবেন আশা করি!
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া এই শিশুদের ছবি ও ভিডিও প্রকাশ করেছে যা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক শিশু সনদের পরিপন্থী। এটাও শিশু অধিকার লঙ্ঘন। শিশু সনদের অনুচ্ছেদ ১৬ (১) বলা হয়েছে যে- শিশুর নিজস্ব গোপনীয়তা, পরিবার এবং বাসস্থান অথবা যোগাযোগের প্রতি অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে না৷ কোনো শিশুর মর্যাদা এবং সুনামের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ এবং আক্রমণ করা যাবে না৷ সনদের প্রতি যদি সম্মান না দেখানো হয় তাহলে সেই সনদে স্বাক্ষরের অর্থ কী?