আমরা সবাই অনেক ব্যস্ত, কেমন যেন দৌড়ানোর উপর থাকি সবসময়। শুধু প্রয়োজন অনুসারে চলতে গিয়ে আমরা কি সবার থেকে আলাদা হয়ে নিজের থেকেও দূরে সরে যাচ্ছি না?
Published : 09 Nov 2024, 05:20 PM
শৈশব থেকেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে তাদের গল্প শোনা আমার অন্যতম প্রিয় একটা কাজ। সেই শখ থেকেই হ্যালোর সঙ্গে যুক্ত হয়েছিলাম শিশু সাংবাদিকতা করব বলে।
কিন্তু পড়াশোনার চাপ আর বাবা-মায়ের অনেক বিধিনিষেধ- ইত্যাদি নানা কারণেই সাংবাদিক পরিচয়ের পূর্ণ ব্যবহার হয়নি। অথচ এখন শিশু বয়স অতিক্রমের সময় স্কুলের ভালো ফলাফলের মতো বিষয় থেকে গান শেখা বা হাতে গোনা করা কয়েকটা প্রতিবেদনের কথা চিন্তা করেই বেশি খুশি হই আমি।
সাফল্য, সুখ, আনন্দ - এই সবগুলো বিষয়ই আপেক্ষিক। তাই একেকজনের কাছে এগুলোর অর্থ একেকরকম। কিন্তু তা তখনই আসে যখন আমরা নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করি।
আমরা যখন কাজে সাফল্যের দিক থেকে আত্মতৃপ্তিকে গুরুত্ব দেই, সবাইকে খুশি করার থেকে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেই, তখন কাজটি যেমনই হোক না কেন সন্তুষ্টি কাজ করে। কিন্তু তার আগে নিজেকে জানতে হয়, নিজের ইচ্ছা ও লক্ষ্য স্থির করতে হয়।
আমরা সবাই অনেক ব্যস্ত, কেমন যেন দৌড়ানোর উপর থাকি সবসময়। শুধু প্রয়োজন অনুসারে চলতে গিয়ে আমরা কি সবার থেকে আলাদা হয়ে নিজের থেকেও দূরে সরে যাচ্ছি না?
যখন কোনো বন্ধুর কাছে হতাশার কথা শুনি আর দেখি তারা অনেক চেষ্টা আর অর্জনের পরও অসহায় বোধ করে, তখন খেয়াল করি তারা সবাই সবদিকে অনেক ভালোভাবে সামলে চললেও নিজের দিকে তাকায়নি।
সাফল্য, কৃতিত্ব, বন্ধু- সব থাকার পরও যখন নিজেকে বঞ্চিত করা হয় তখন আমরা নিজেকে হারিয়ে ফেলি, তখন সবই মূল্যহীন মনে হয়।
আজকের বিশ্বে আমরা সবাই ব্যস্ত, সবাই ছুটছি, সবারই অনেক অর্জন আছে। কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজস্বতা ধরে রাখতে হবে, তখনই প্রতিটা দিন উপভোগ করা সম্ভব।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।