শিশুর জন্য চাই উপযুক্ত পরিবেশ

শিশুরা নানা প্রকার নির্যাতনেরও শিকার হয়। বড়দের তুলনায় শিশুরা দুর্বল বলে তাদের উপর আঘাত করাটা বেশি সহজ।
শিশুর জন্য চাই উপযুক্ত পরিবেশ

শিশুবান্ধব পরিবেশ বলতে বোঝায় শিশুর জন্য প্রতিটি স্থান নিরাপদ ও উপযোগী।

আমাদের চারপাশে শিশুর মৌলিক অধিকার, সুরক্ষা, নিরাপত্তা শতভাগ নিশ্চিত হয়নি। এখনো অনেক শিশু ভাসমান জীবনযাপন করে। অথচ শিশুর জীবন তো এমন হওয়ার কথা নয়!

অনেক শিশু ছোট কাঁধে তুলে নিয়েছে বড় দায়িত্ব। নিজে উপার্জন করে পরিবারকে সাহায্য করছে তারা। ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের যুক্ত করা যাবে না বলে দেশে আইন রয়েছে। কিন্তু আমরা শিশুদের ভয়াভহ ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখি।

শিশুদের জীবন আরও নানাভাবে বিপর্যয়ের মুখোমুখি বলে আমি মনে করি। শিশুরা নানা প্রকার নির্যাতনেরও শিকার হয়। বড়দের তুলনায় ‍শিশুরা দুর্বল বলে তাদের উপর আঘাত করাটা বেশি সহজ।

একটি শিশুর সুন্দর জীবনের জন্য তার বেড়ে ওঠার পথকে সহজ করতে হবে। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, শিশুর সরক্ষা দিতে হবে। শিশুকে যেন শ্রমে জড়িয়ে যেতে না হয় সেটাও দেখভাল করতে হবে সংশ্লিষ্টদের। সুন্দর একটি পরিবেশ দিতে পারলেই শিশু বেড়ে উঠতে পারবে সুন্দর জীবন নিয়ে। শিশুদের জীবন সুন্দর হলে দেশের ভবিষ্যৎ আলোকিত হয়। 

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com